পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
এবারে ঈদে টানা ৯ দিনের ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে দেশ। চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল আজহার সম্ভাব্য দিন ১২ আগস্ট। এর আগে ৯ ও ১০ আগস্ট শুক্র-শনিবার দুদিন সাপ্তাহিক ছুটি। এরপর ১১ থেকে ১৩ আগস্ট রবি, সোম ও মঙ্গলবার ঈদের তিন দিনের ছুটি। ১৪ আগস্ট বুধবার অফিস খোলা থাকলেও অনেকেই ঐচ্ছিক ছুটি নিচ্ছেন। চাঁদ না দেখা গেলে ঈদ এক দিন পিছিয়ে গেলে বুধবার ঐচ্ছিক ছুটি নেওয়ার প্রয়োজনও পড়বে না। বৃহস্পতিবার ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি ছুটি। এরপর ১৬ ও ১৭ আগস্ট শুক্র ও শনিবার আবার সাপ্তাহিক ছুটি। ফলে আগামী ঈদের টানা ৯ দিনের ছুটি উপভোগ করতে পারেন চাকরিজীবীরা।
এদিকে, ঈদে লম্বা ছুটিকে কেন্দ্র করে এবার ঘরমুখি মানুষেরও ঢল নামবে। যে কারণে রাজধানীর ঢাকার বাস কাউন্টারগুলোতে দেখা গেছে মানুষের ব্যাপক ভিড়। গতকাল শুক্রবার থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। রাজধানীর কল্যাণপুর, শ্যামলী ও গাবতলীর বাস কাউন্টারগুলো ঘুরে দেখা গেছে, শুক্রবার সকাল থেকে বৃষ্টি হলেও কমেনি টিকিটপ্রত্যাশীদের ভিড়। বৃষ্টি উপেক্ষা করেই কাউন্টারগুলোতে শত শত মানুষ দাঁড়িয়ে ছিলেন টিকিটের জন্য। বেলা বাড়ার সাথে দীর্ঘ হতে দেখা যায় কাউন্টারগুলোর সামনের লাইন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।