Inqilab Logo

বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১, ২২ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সেনাবাহিনী স্নাইপার দলের বেলারুশ গমন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৯, ১২:০১ এএম


রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তত্ত্ববাধানে প্রতিবছর ইন্টারন্যাশনাল আর্মি গেম্স প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী স্নাইপার দল তৃতীয় বারের মত ইন্টারন্যাশনাল আর্মি গেম্স প্রতিযোগিতা-২০১৯ এর স্নাইপার ফ্রন্টিয়ার’ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগামীকাল রোববার কর্নেল হুমায়ুন কাইয়ুম এর নেতৃত্বে বেলারুশের উদ্দেশ্যে যাত্রা করবে। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, চার জন অফিসার স্নাইপার, চার জন সৈনিক স্নাইপার ও এক জন পর্যবেক্ষক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। এবারের প্রতিযোগিতায় ৩১টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতার অন্যতম লক্ষ্য প্রতিবেশী রাষ্ট্রসহ আঞ্চলিক ও মহাদেশীয় রাষ্ট্রসমূহের সাথে সখ্যতা বৃদ্ধি এবং অংশগ্রহণকারী রাষ্ট্রসমূহের সামরিক দক্ষতার মান প্রদর্শন।-আইএসপিআর



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ