Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

টুইট বার্তায় যুক্তরাষ্ট্র দূতাবাস

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৯, ১২:০১ এএম

ঢাকার বাতাস স্বাস্থ্যসম্মত নয়। ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস গতকাল শুক্রবার এক টুইট বার্তায় এই তথ্য জানিয়েছে।
ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে বাতাসের মান পর্যবেক্ষণ করার যন্ত্র রয়েছে। ওই যন্ত্রে ঢাকায় বাতাসের মান প্রতি ঘণ্টায় হালনাগাদ করা হয়। যুক্তরাষ্ট্র দূতাবাসের বাতাসের মান পর্যবেক্ষণ যন্ত্র বাতাস দূষণকারী সূ² বস্তুকণাকে পরিমাপ করে এবং প্রতি ঘণ্টায় ‘ভাল’ থেকে ‘বিপজ্জনক’ এই ৬টি স্তরে বাতাসের মানের শ্রেণিকরণে সংখ্যাসূচক রেটিং তৈরি করে। প্রতি ঘণ্টায় বায়ুমানের তথ্য দূতাবাসের টুইটার একাউন্ট থেকে জানা যায়।

যুক্তরাষ্ট্র দূতাবাসের বাতাসের মান পর্যবেক্ষণ যন্ত্রের সূচকে ০ থেকে ৫০ এর মধ্যে হলে মান ভালো, ৫১ থেকে ১০০ হলে সহনীয় মাত্রায় (মডারেট), ১০১ থেকে ১৫০ হলে অস্বাস্থ্যকর (সবার জন্য নয়, যাদের স্বাস্থ্য ভালো নয় তাদের জন্য ঝুঁকিপূর্ণ), ১৫১ থেকে ২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর (জরুরি অবস্থা ঘোষণা) এবং ৩০০ থেকে ৫০০ হলে মারাত্মক (সকলের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি)।

যুক্তরাষ্ট্র দূতাবাসের বাতাসের মান পর্যবেক্ষণ যন্ত্রের সূচকে গত ২৪ ঘণ্টায় ঢাকার বাতাস সর্বোচ্চ ১৭৭ (বৃহস্পতিবার, ২৫ জুলাই, সকাল ৯ টায়) এবং সর্বনিম্ন ১১২ (বৃহস্পতিবার, ২৫ জুলাই, রাত ১১ টায়) পাওয়া গেছে। শুক্রবার সকাল ৭ টায় এই মান ছিল ১৩৯। যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস বিগত ২০১৬ সাল থেকে ঢাকার বাতাসের মান পর্যবেক্ষণ করছে।

প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থা চলতি বছরের জন্য ১০টি স্বাস্থ্যঝুঁকি চিহ্নিত করেছে। যার মধ্যে এক নম্বর ঝুঁকি হচ্ছে বায়ুদূষণ ও জলবায়ু পরিবর্তন। সংস্থাটির তথ্য মতে, ঢাকা বিশ্বের তৃতীয় বাতাস দূষণকারী শহর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ