Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পল্লবীতে জনতার তোপ থেকে নারীকে রক্ষা

ব্যাগে বঁটি থাকায় ‘ছেলেধরা’ সন্দেহ

শামীম ওসমান এমপি | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৯, ১২:২৮ এএম

 রাজধানীর মিরপুরের পল্লবীর ৬ নম্বর সেকশন কাঁচাবাজারে মাছ কিনতে যান এক নারী (২২)। তার সঙ্গে শান দেওয়ার জন্য মরিচা ধরা দুটি চাপাতি ও একটি বঁটি ছিল। বাজারের মধ্যে তার ব্যাগে বঁটি থাকতে দেখে ‘ছেলেধরা’ সন্দেহে আটক করে জনতা। বড় কোন দুর্ঘটনা ঘটার আগেই পুলিশ দ্রæত তাকে উদ্ধার করে। গতকাল বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে।
পল্লবী থানার এএসআই মো. সেলিম বলেন, এক নারীকে আটকে রাখার খবর পেয়ে বাজারে যান তিনি। দু’জন লোক দুই পাশ থেকে ওই নারীকে ধরে রাখে। পরে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তার পরিবারের সদস্যদের থানায় আসতে বলা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী জানায়, তার গ্রামের বাড়ি পিরোজপুর। বর্তমানে পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ে বাবা-মায়ের সঙ্গে থাকেন। আসন্ন ঈদুল আজহার ছুটিতে বাড়ি যাওয়া উপলক্ষ্যে ঘরে থাকা দুটি চাপাতি ও একটি বঁটি শান (ধার) দেওয়ার জন্য সেগুলো সঙ্গে নিয়ে বাজারে যান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ