Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুরান ঢাকায় দোকান কর্মচারী খুন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৯, ১২:২৮ এএম

রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজার মোড়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শুভ (১৮) নামে এক দোকান কর্মচারী নিহত হয়েছেন। গত বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে শুভকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত সোয়া ১০টার দিকে তার মৃত্যু হয়। নিহত শুভ পুরান ঢাকার সিদ্দিক বাজারের জুয়েল ট্রেডার্স নামে একটি রেক্সিনের দোকানে কাজ করতেন।
দোকান মালিকের ভাই আব্দুর রহিম বলেন, মৃত্যুর আগে শুভ তাকে জানিয়েছে, দোকানের মালামাল নিয়ে তাঁতীবাজার যাওয়ার পথে রিকশায় ওঠার সময় ছিনতাইকারীরা তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। তখন ফোন দিতে না চাইলে ছিনতাইকারী তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে প্রত্যক্ষদর্শীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। শুভ যে দোকানে কাজ করতেন সেই দোকানের মালিকের নাম আব্দুল করিম জুয়েল।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাম্প পুলিশের এএসআই আব্দুল খান বলেন, লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ