Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্যার পানিতে ডুবে নিহত ৫

পুকুরে ডুবে নিহত আরো ২

| প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৯, ১২:০১ এএম

নানার বাড়িতে বেড়াতে এসে নিকলী বিলে বন্যার পানিতে নৌকা নিয়ে ঘুরতে বের হয় নয় ভাই বোন। হঠাৎ নৌকা উল্টে গেলে বিলের পানিতে ডুবে পাঁচজনের মৃত্যু হয় এবং বাকি চারজনকে স্থানীয়রা উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে। এছাড়া কুড়িগ্রাম ও দিনাজপুরে পানিতে ডুবে আরো ২ জন নিহত হয়।

জামালপুর : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নৌকা ডুবে দুই সহোদরাসহ পাঁচজন ছাত্রীর মৃত্যু হয়েছে। ওই নৌকার আরো ছয় যাত্রীকে স্থানীয়রা জীবিত উদ্ধার করা হয়। এই ঘটনায় তারা অসুস্থ হয়ে পড়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আওনা ইউনিয়নের কালিকাপুর গ্রামে মৌলভীর বাজার সংলগ্ন নিকাই বিলে এ দুর্ঘটনা ঘটে। তারা সবাই বিলের পানিতে নৌকা নিয়ে বেড়াতে গিয়েছিল।

নিহতরা হলো, আওনা ইউনিয়নের কালিকাপুর গ্রামের খবিরুল ইসলামের মেয়ে ও স্থানীয় অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী সুবর্না আক্তার (১৮) ও তার সহদোরা স্থানীয় পঞ্চাশী কেএলপি প্রি-ক্যাডেট স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী ঝুমা আক্তার (৮), একই গ্রামের গোলাম মোস্তফার মেয়ে স্থানীয় পঞ্চাশী রেজাউল করিম দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী অন্তরা আক্তার (১২), পঞ্চাশী গ্রামের রিপন শিকদারের মেয়ে ধনবাড়ীর শাপলা কিন্ডার গার্টেনের প্রথম শ্রেণির ছাত্রী রুদশী আক্তার (৭) এবং টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার পাইসকা গ্রামের জবানুর রহমানের মেয়ে পঞ্চাশী কেএলপি প্রি-ক্যাডেট স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী জান্নাতুল জয়া (১০)। তাদের মধ্যে জান্নাতুল ও রুদশী সম্পর্কে খালাত বোন।

সরিষাবাড়ীর তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মহব্বত কবীর জানান, সুবর্ণা আক্তার, তার ছোট বোন ঝুমা আক্তার, রোদসী আক্তার, জান্নাতুল জয়া এবং অন্তরা সবাই সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের কালিকাপুর গ্রামের নানার বাড়িতে বেড়াতে আসে। নানার বাড়িতে বেড়াতে এসে সব ভাইবোন মিলে সকালে কালিকাপুর নিকলী বিলে বন্যার পানিতে নৌকা নিয়ে ঘুরতে বের হয়। হঠাৎ নৌকা উল্টে গেলে বিলের পানিতে ডুবে পাঁচজনের মৃত্যু হয় এবং বাকি চারজনকে স্থানীয়রা উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে।

তিনি আরো বলেন, রূপসী ও জান্নাত ওই গ্রামে নানাবাড়িতে বেড়াতে আসার পর মামাতো বোনদের সঙ্গে বাড়ির পাশের নিখাই বিলে ডিঙ্গিনৌকায় বেড়াতে যায়। নৌকায় আলাদা কোনো মাঝি ছিল না। নিজেরাই বৈঠা দিয়ে নৌকা চালাচ্ছিল। একপর্যায়ে ঢেউয়ের তোড়ে নৌকা ডুবে যায়। আশেপাশে লোকজন ছিল। কিন্তু তারা গিয়ে উদ্ধার করার আগেই পাঁচজনেরই মৃত্যু হয়।

নিহত ছাত্রী জান্নাতুলের মামা মাসুদ রানা জানান, নৌকার তলার ছিদ্র দিয়ে পানি উঠতে থাকে। একপর্যায়ে শিক্ষার্থীরা ভয় পেয়ে যায় এবং তাদের নড়াচড়াতে নৌকাটি উল্টে ডুবে যায়। এতে ওই নৌকার সবাই পানিতে ডুবে যায়। এ দৃশ্য দেখে স্থানীয়রা সেখান থেকে ছয়জনকে উদ্ধার করতে পারলেও পাঁচজন ছাত্রী ঘটনাস্থলেই মারা যায়।

আওনা ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য বলেন, ‘নিকাই বিলের মাঝামাঝি নৌকাটি ডুবে যায়। সেখানে পানির গভীরতা অনেক। যারা মারা গেছে তাদের কেউই সাঁতার জানতো না। মর্মান্তিক এ ঘটনায় নিহতের পরিবারের স্বজনদের মাঝে শোকের মাতম চলছে।’
এদিকে খবর পেয়ে সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোহাব্বত কবীর ঘটনাস্থল পরিদর্শন করে মৃত পাঁচজনের পরিচয় নিশ্চিত হয়ে তাদের সুরতহাল লিপিবদ্ধ করেছেন। এসময় তিনি বলেন, ‘এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। লাশের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে পাঁচজনের লাশ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
কুড়িগ্রাম : কুড়িগ্রামের চর রাজীবপুরে আল-আমিন নামে আড়াই বছরের এক শিশু বন্যার পানিতে ডুবে মারা গেছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শিবেরডাঙ্গি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আল-আমিন শিবেরডাঙ্গি বাজারপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়িতে বন্যার পানি ওঠায় শিশুটি নানির সঙ্গে সড়কের মধ্যে অবস্থান করছিল। এক সময় সবার অজান্তে খেলতে খেলতে সে পানিতে পড়ে যায়। পরে তাকে চর রাজীবপুর হাসপাতালে নেয়া হয়।চর রাজীবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরবর্তীতে তার স্বজনরা তাকে নিয়ে যায়।
দিনাজপুর : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা পল্লীতে পানিতে ডুবে ফাহিম হোসেন (৪) নামে ১ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই গ্রামের মাঝাপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত ফাহিম হোসেন এলাকার হামিদুল ইসলামের ছেলে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারেসুল ইসলাম জানান, বাড়ীর পাশের পুকুর পাড়ে খেলার এক পর্যায়ে ফাহিম পুকুরে নামে। সাঁতার না জানায় সে পুকুরে ডুবে যায়। পরিবারের লোকজন বাড়ীর আশপাশে অনেক খোজাখুজি করে না পেয়ে পুকুর পাড়ে গেলে, তার দেহ ভাসতে দেখে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ