পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বর্ষার বৃষ্টি ঝরানো মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং বাংলাদেশের উপকূলভাগ সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে জোরদার হয়ে ওঠে গতকাল বৃহস্পতিবার। এর সক্রিয় প্রভাবে গতকাল ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনাসহ দেশের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বর্ষণ হয়েছে। কোথাও কোথাও হয় ভারী থেকে অতি ভারীবৃষ্টি। গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড টেকনাফে ৯৭ মিলিমিটার।
এদিকে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে।
গতকাল ২৪ ঘণ্টায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়- ঢাকায় ১২ মিলিমিটার, চট্টগ্রামে ১৪, রাজশাহীতে ৫, রংপুরে ৬, খুলনায় ২২, বরিশালে ২৩, নেত্রকোনায় ২৩, সিলেটে ৭ মি.মি.। বৃষ্টিপাতের ফলে গরমের মাত্রা কমছে।
আজ (শুক্রবার) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে এবং ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এ সময় কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। বৃষ্টি বা বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে পরবর্তী ৪৮ ঘণ্টায়ও।
আবহাওয়া সতর্কবার্তায় আবহাওয়াবিদ খোঃ হাফিজুর রহমান জানান, উত্তর বঙ্গোপসাগর এলাকায় সঞ্চালনশীল মেঘমালা তৈরী হচ্ছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।