Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৯, ১২:০১ এএম

ঈদুল আযহা উপলক্ষে আজ থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের এক সভায় এই সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিকরা।
অ্যাসোসিয়েশনের সভাপতি ও শ্যামলী পরিবহনের স্বত্তাধিকারী রমেশ চন্দ্র ঘোষ বলেন, আগামী ১১ অথবা ১২ আগস্ট ঈদুল আযহা অনুষ্ঠিত হতে পারে, এমন ধারনা মাথায় রেখেই অ্যাসোসিয়েশন অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী টিকিট বিক্রি শুরু হবে ২৬ জুলাই থেকে। বাসে আসন থাকা সাপেক্ষে যাত্রীদের পছন্দের গন্তব্য ও সুবিধাজনক সময়ের টিকিট বিক্রি করা হবে সেদিন থেকে।

প্রতি ঈদেই বাসে বাড়তি ভাড়ার অভিযোগ ওঠে। বিষয়টি দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, কোনো বাস কোম্পানি যেন বাড়তি ভাড়া আদায় করতে না পারে, সেজন্য অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মনিটরিং টিম কাজ করবে। পাশাপাশি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), পুলিশের মনিটরিং টিমও থাকবে। কোনো বাস কোম্পানির বিরুদ্ধে বাড়তি ভাড়া আদায়ের প্রমাণ মিললে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
এদিকে আগামী ২৯ জুলাই থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৫ আগস্ট থেকে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিকিট

১১ জানুয়ারি, ২০২৩
৩০ ডিসেম্বর, ২০২২
২৩ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ