Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদ্রোহীদের শাস্তি স্থগিত আ.লীগের

উপজেলা নির্বাচন

ইয়াছিন রানা | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৯, ১২:০০ এএম

উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং যেসব মন্ত্রী, এমপি, জেলা নেতা দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করেছেন তাদের আপাতত বহিষ্কার করা বা কোনো শাস্তির আওয়াতায় আনা হচ্ছে না। ২৮ জুলাই থেকে দলীয় প্রার্থীর বিরোধীতাকারীদের শোকজ নোটিশ পাঠানোর সিদ্ধান্তও স্থগিত করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কেন্দ্রীয় নেতা ইনকিলাবকে জানান, গতকাল বিদ্রোহীদের শোকজ নোটিশ পাঠানোর সিদ্ধান্ত অনানুষ্ঠানিকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগের প্রায় ২০০জন নেতার বিরুদ্ধে দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া সহযোগী সংগঠনের আরো শতাধিক নেতার বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। তবে এর মধ্য থেকে ৭০ জনকে শোকজ পাঠানোর একটি শর্ট লিস্ট করেছে আওয়ামী লীগ। তাদেরকে ২৮ জুলাই থেকে শোকজ নোটিশ পাঠানোর কথা ছিল। এছাড়া ৬০জন এমপি-মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ থাকলেও ৪জন এমপিকে শোকজ করার সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু আপাতত এ প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।

কেন শোকজ স্থগিত করা হয়েছে এ বিষয়ে নির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে দেশে বন্যা, ডেঙ্গু, ছেলেধরা গুজবসহ সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে আপাতত শোকজ নোটিশ পাঠানো এবং আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ অভিযান স্থগিত করা হতে পারে বলে। এ ব্যাপারে দলের অতীতের কর্মকান্ডের প্রতি আলোকপাত করে একজন কেন্দ্রীয় নেতা বলেন, যেহেতু শোকজ স্থগিত হয়েছে এটা আর আলোর মুখ দেখবে না।

এদিকে দলের বড় একটি অংশকে শাস্তি দেয়া বা বহিষ্কার করার সিদ্ধোন্তে নেতাদের মধ্যে কিছুটা দ্বিমত দেখা দেয়। কেন্দ্রীয় নেতাদের একটি অংশ দলের শৃঙ্খলা রক্ষায় উপজেলা নির্বাচনে বিদ্রোহী ও মদদদাতাদের বিরুদ্ধে খুবই কঠোর অবস্থান গ্রহণ করেন। আরেকটি অংশ এ বিষয়টি সহজভাবে নেয়ার কথা ব্যক্ত করেন। তাদের মতে, যেহেতু উপজেলায় বিএনপি ছিল না দলের অনেকেই নির্বাচন করেছে। এতে নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে। এখন শুধু শুধু এ সকল প্রার্থীদের বহিষ্কার করে দলের কি লাভ।

এদিকে ২০ জুলাই সম্পাদকমন্ডলীর যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেছিলেন, উপজেলা নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী ও তাদের যারা সহযোগিতা করেছেন ওইসব নেতার বিরুদ্ধে আগামী ২৮ জুলাই থেকে শোকজ পাঠাবে আওয়ামী লীগ। অভিযুক্তদের সংখ্যা প্রায় ২০০ জন।
এব্যাপারে বিভাগীয় পর্যায় থেকে দলের কেন্দ্রীয় ২০০টির মতো অভিযোগ এসেছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, স্ব স্ব বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের টিম এই অভিযোগগুলো খতিয়ে দেখবে। কারণ যে অভিযোগ এসেছে সেই অভিযোগ কারো বিরুদ্ধে কারো ইনটেশনও থাকতে পারে। তাই দায়িত্বপ্রাপ্ত নেতারা আগামী ২৭ জুলাই পর্যন্ত যাচাই করে দেখবেন। নেতারা অভিযোগ চিহ্নিত করে জমা দেবেন। এরপর ২৮ জুলাই থেকে কারণ দর্শানোর নোটিশ যাবে। কাউকে বহিষ্কারের নোটিশ দেওয়া হবে, আবার কাউকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ