পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, দেশে সামাজিক মূল্যবোধের অবক্ষয়, প্রতিনিয়ত গুম-খুন-ছিনতাই ধর্ষণের মত ভয়াবহ ঘটনা আশংকাজনক ভাবে বেড়েই চলছে। হত্যা গুম খুন ধর্ষণ বন্ধ করতে ইসলামী রাষ্ট্র তথা খেলাফত পদ্ধতির শাসনব্যবস্থা বাস্তবায়নের বিকল্প নেই।
তিনি বলেন, সঠিক বিচার পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তার কারণেই জনগণ আইন হাতে তুলে নিচ্ছে। নিষ্ঠুর ভাবে গণপিটুনি দিয়ে নিরীহ মানুষ হত্যা করছে। যা ফৌজধারী অপরাধের শামিল। সব ধরনের অপরাধ মোকাবেলায় আইনের সঠিক প্রয়োগের পাশাপাশি সমাজের সকল স্তরে মানবতা বোধ জাগিয়ে তুলতে হবে।
গতকাল বিকেলে বাংলাদেশ খেলাফত আন্দোলন নরসিংদী জেলা কমিটি পুনঃগঠন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা মুর্শারাফ হোসেন রায়পুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, নারায়ণগঞ্জ জেলা সভাপতি আলহাজ আতিকুর রহমান নান্নু মুন্সি ও এডভোকেট শামসুজ্জামান । প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।