Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

ভুল বানানে শুভেচ্ছা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৯, ১২:০০ এএম

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে গতকাল দায়িত্ব গ্রহণ করেছেন বরিস জনসন। অনেকের মতো তাকে শুভেচ্ছা জানাতে ট্যুইট করেন ট্রাম্প কন্যা ইভাঙ্কাও। কিন্তু ভুল করে সেই ট্যুইটে ইভাঙ্কা ট্রাম্প ‘ইউনাইটেড কিংডম’ এর পরিবর্তে ‘ইউনাইটেড কিংস্টন’ লেখেন।

এরপরই শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়। যদিও পরক্ষণেই সেই ট্যুইট তিনি পরিবর্তন করে ভুল সংশোধন করেন। এর আগেও বানান ভুলের অনেক রেকর্ড রয়েছে ইভাঙ্কা ট্রাম্পের। সমালোচকদের কেউ কেউ বলছেন, বাবার মতো মেয়েও বানান ভুলের প্রথা অনুসরণ করছে। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাজ্যের অংশ ‘ওয়েলস’র বানান ভুল করে লিখেছিলেন ‘হোয়েলস’, যার অর্থ তিমি মাছ। সূত্র : নিউজ উইক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ