Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বার্থক ও সফল করতে নেতা-কর্মিরা তৎপর

বিএনপি খুলনা বিভাগীয় সমাবেশ আজ

বিশেষ সংবাদদাতা, খুলনা | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৯, ১২:০০ এএম

আজ বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশ। নগরীর শহীদ হাদিস পার্কে দুপুর ২টায় সমাবেশ শুরু হবে। খুলনা ছাড়াও গোটা দক্ষিণ-পশ্চিমের জেলা যশোর, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর থেকে বিএনপি নেতা কর্মি ও সমর্থকরা বিভাগীয় সমাবেশে যোগ দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এ অঞ্চলের বিএনপির সাধারণ কর্মি ও সমর্থকদের কয়েকজন বলেন, আমরা কেন্দ্রীয় নেতাদের কাছ থেকে জোড়ালো বক্তব্য আশা করছি। খালেদা জিয়ার মুক্তির দাবির পাশাপাশি দেশের সমস্যাসহ নানা বিষয় এবং বন্যা, ধানসহ কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তির ব্যাপারে সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট বক্তব্য প্রত্যাশা করছি। গতকাল বুধবার বেলা ১২টায় আজকে বিএনপির বিভাগীয় সমাবেশের ভেন্যু পরিদর্শন করেন বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় নেতা ও ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, জেলা বিএনপি সভাপতি এ্যাড. এস এম শফিকুল আলম মনা, মহানগর সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনিসহ বিভিন্নস্তরের নেতা-কর্মিরা।

এ সময় নেতৃবৃন্দ বলেন, শহীদ হাদিস পার্কের শহীদ মিনারের মূল অংশে স্থাপিত হয়েছে সমাবেশের মঞ্চ। সমাবেশে নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া কেন্দ্রীয় ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সব জেলার এবং অঙ্গ দলসমূহের শীর্ষ নেতৃবৃন্দ। শীর্ষ নেতৃবৃন্দসহ শতাধিক নেতার জন্য মঞ্চে আসন সংরক্ষিত থাকছে।

নেতৃবৃন্দের প্রত্যাশা, শুধু হাদিস পার্কই নয়, সংলগ্ন সকল সড়ক জনারণ্যে পরিণত হবে সমাবেশে আগত নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে। হাদিস পার্ক ছাড়িয়ে পিকচার প্যালেস মোড়, বাংলাদেশ ব্যাংক মোড়, থানা মোড়, নগর ভবন, জেলা পরিষদ মোড় পর্যন্ত টানানো হচ্ছে মাইক। সমাবেশ সফল করতে গতকালও নগরীর প্রাণকেন্দ্র, অলিগলি, বাজার-বিপনী বিতান, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালতে পৌছে দেয়া হয় লিফলেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ