পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
প্রাইভেট খাতের দেশের প্রথম আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড তাদের অগ্রগতি, অর্জন, কৌশলগত উদ্যোগ এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ বিষয়ক একটি শিক্ষামূলক অধিবেশন পরিচালনা করেছে।
‘অর্ধ-বার্ষিক ইনভেস্টরস মিট’ শীর্ষক অধিবেশনটি গতকাল রাজধানীর গুলশানে অবস্থিত ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত হয়।
অধিবেশনে প্রতিষ্ঠানের অঙ্গীকার ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বছরের প্রথমার্ধের অর্জনসমূহ নিয়েও আলোচনা হয়।
আইপিডিসির গৃহীত বিভিন্ন স্ট্র্যাটেজি ও উদ্যোগ যেমন অর্জন, প্রথমবারের মতো ডিজিটাল ভিত্তিক সাপ্লাই চেইন ফাইন্যান্স প্লাটফর্ম, গৃহায়নে সাশ্রয়ী অফার, নারীর ক্ষমতায়ন এবং ব্যাংকিং সুবিধাবঞ্চিতদের বিষয়েও আলোচনা হয়।
অধিবেশনে আইপিডিসি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম; ডিএমডি ও হেড অব বিজনেস ফাইন্যান্স রিজওয়ান দাউদ শামস; ডিএমডি ও হেড অব রিটেইল বিজনেস কায়সার হামিদ এবং বাংলাদেশ মানি মার্কেট ডিলার্স অ্যাসোসিয়েশন (বিএএমডিএ)-এর প্রেসিডেন্ট মো. আব্দুস সামাদ; ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) এর হেড অব ট্রেজারি মো. মনোয়ার হোসেইন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।