Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২২ দিনে ৬৫ জেলে গ্রেফতার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম


বরিশাল, চাঁদপুর, লক্ষীপুর, ভোলা, মুন্সিগঞ্জ, বড়গুনা, পটুয়াখালীসহ দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ২২ দিনে ৬৫ জেলেকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ।

১ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত চলা এ অভিযানে ৪০ লাখ ৮৪ হাজার ৭০০ মিটার জাল ও ৩২৭ কেজি মাছ জব্দ করা হয়েছে। নৌ-পুলিশ বলছে, গ্রেফতারকৃতরা অবৈধ মাছ শিকারি, নিষিদ্ধ জাল ব্যবহার, মাদকসহ নৌ-পথের বিভিন্ন অপরাধে জড়িত। নৌ-পুলিশের অতিরিক্ত এসপি (মিডিয়া) ফরিদা পারভিন বলেন, গত ২২ দিনের অভিযানে ৬৫ জন জেলেকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ২৮ জনকে ৬১ হাজার টাকা জরিমানা, ৪ জনকে ১ মাসের কারাদÐ, ১১ জনকে থানায় হস্তান্তর এবং ২২ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অভিযানে ১৩টি নৌকা, ১টি ট্রলার, একজনের লাশ ও ১৫০ কেজি পাঙ্গাস মাছের পোনা উদ্ধার করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ