পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
সিটি কর্পোরেশনের ওষুধ অকার্যকর বিষয়টি সঠিক নয় বলে উল্লেখ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। গতকাল মঙ্গলবার দুপুর ২টায় নগর ভবনে বিদ্যমান মশার ওষুধের কার্যকারিতা এবং মশক নিয়ন্ত্রণের লক্ষ্যে নতুন ওষুধ নির্ধারণ সংক্রান্ত বিষয়ে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সাঈদ খোকন বলেন, সিটি কর্পোরেশন মশা নিধনের জন্য দুই ধরনের ওষুধ ব্যবহার করে। মশার ডিম, প্রজনন ক্ষেত্র এবং লার্ভা ধ্বংস করার জন্য ব্যবহার করা হয় ‘লার্ভিসাইড’ নামক ওষুধ। আর দ্বিতীয়টি হচ্ছে উড়ন্ত এবং অ্যাডাল্ট মশা মারার জন্য ‘অ্যাডাল্টিসাইড’ ওষুধ।
তিনি বলেন, লার্ভিসাইড অত্যন্ত কার্যকর একটি ওষুধ। বর্তমানে অ্যাডাল্টিসাইড বিষয়ে প্রশ্ন উঠেছে। বেসরকারি সংস্থা আইসিডিডিআর’বি (আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ) এবং সিডিসিপি (রোগ নিয়ন্ত্রণ ও নিরাময় কেন্দ্র) যৌথভাবে মশার ওষুধ নিয়ে গবেষণা করেছে। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মশা নিধনের ওষুধের স্যাম্পল সরকারি প্রতিষ্ঠান আইইডিসিআর (সরকারের রোগতত্ত¡, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে পাঠাবো। তারা পরীক্ষা-নিরীক্ষা করে যদি সঠিক বলে তাহলে ব্যবহার করা হবে। এই ওষুধের আংশিক অকার্যকর হলে বা এই ওষুধের পরিবর্তে অন্য ওষুধ ব্যবহার করতে বললে, সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেবো। সিটি কর্পোরেশনের ওষুধ অকার্যকর বিষয়টি সঠিক নয়, গতকালের বৈঠকে এই বিষয়টি স্পষ্ট হয়েছে, বলেও উল্লেখ করেন মেয়র। সংবাদ সম্মেলনে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা শরিফ আহমেদ, আইসিডিডিআরবি এবং সিডিসিপি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিদ্যমান মশার ওষুধের কার্যকারিতা এবং মশক নিয়ন্ত্রণের লক্ষ্যে নতুন ওষুধ নির্ধারণ সংক্রান্ত বৈঠক মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ বৈঠকে রোগতত্ত¡, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর), আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআর’বি), প্ল্যান প্রোটেকশন উইং, স্বাস্থ্য অধিদফতরসহ ১০টি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে গতকাল মঙ্গলবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রাঙ্গণে ডেঙ্গু বিষয়ে এক রোডশোর উদ্বোধনী বক্তৃতায় সাঈদ খোকন বলেন, মশার মধ্যে রাজনীতি কাম্য নয়।
তিনি বলেন, সার্বিক পরিস্থিতি, আবহাওয়ার তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আশা করছি, আগামী সপ্তাহ থেকে ডেঙ্গু আক্রান্ত নতুন রোগীর সংখ্যা কমে আসবে। মেয়র আরো বলেন, সিটি কর্পোরেশন সার্বিক শক্তি দিয়ে ডেঙ্গু মোকাবিলায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ডিএসসিসি ডেঙ্গু মোকাবিলায় কোনো ফাঁদে পা দেবে না। কর্তৃপক্ষ সিটি কর্পোরেশনের সব নাগরিককে সাথে নিয়ে পরিস্থিতি মোকাবিলা করবে।
এরপর ডেঙ্গু বিষয়ে সচেতনতা বিষয়ে রোডশো শুরু হয়। চারটি সুসজ্জিত পিকআপ ভ্যানে করে সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় বাউল গানের মাধ্যমে ডেঙ্গু বিষয়ে সচেতনতা তৈরি করতে বেরিয়ে পড়ে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।