Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিহত এএসআই খায়রুলের পরিবারকে ১০ লাখ টাকা অনুদান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

 রাজধানীর যাত্রাবাড়ীতে দায়িত্ব পালনরত অবস্থায় বাসের চাপায় নিহত ট্রাফিক পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) খায়রুল ইসলামের পরিবারকে ১০ লাখ টাকা অনুদান দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল মঙ্গলবার ডিএমপি সদর দফতরে নিজ কার্যালয়ে নিহত খায়রুলের পরিবারের হাতে এ অনুদানের টাকা তুলে দেন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। নিহত খায়রুল ইসলাম ডেমরা ট্রাফিক জোনের এএসআই ছিলেন।
তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার গ্রামের বাড়ি নিলফামারী সদর উপজেলার জাগতি গ্রামে। প্রসঙ্গত, গত ৬ জুলাই রাত ২টার দিকে যাত্রাবাড়ী-কাঁচপুর সড়কের যাত্রাবাড়ী থানার সামনে দায়িত্ব পালন অবস্থায় রাস্তা পারাপারের সময় একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ