পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বন্ধুত্বের ফাঁদ পেতে জিম্মি করে মুক্তিপণ আদায় চক্রের তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-১০ এর একটি দল। গ্রেফতারারা হলোÑ মনি বেগম (৩২), আফজাল (২৯) ও মহিউদ্দিন (৫০)। তাদের কাছ থেকে ২টি লোহার বটি, ৪টি মোবাইল ফোন, একটি প্লাস্টিকের পাইপ ও নগদ ১২ হাজার টাকা জব্দ করা হয়। এ সময় মাসুদ আলম (৩৮) ও সাইফুল ইসলাম (৩৩) নামের দুই জিম্মিকে উদ্ধার করা হয়। গত রোববার যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার ও জিম্মিদের উদ্ধার করা হয়।
জাল নোটসহ গ্রেফতার ৩
এদিকে, রাজধানীর মোহাম্মদপুর থেকে এক লাখ টাকার জাল নোটসহ সংঘবদ্ধচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-২। তারা হলোÑ জালাল উদ্দিন (২৯), রিপন খান (৩২) ও মনিরা (২৭)। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে মোহাম্মদপুরের নবীনগর হাউজিং সোসাইটির ১ নম্বর সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়। প্রতারকচক্রটি দুই পদ্ধতিতে জাল নোট ছাপিয়ে বাজারে ছাড়তো বলে র্যাব জানায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।