পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মার্কিন প্রেসিডেন্ট ড্রোনাল ট্রাম্পের কাছে প্রিয়া সাহার মিথ্যা-ভিত্তিহীন অভিযোগ সাম্প্রদায়িক উগ্রবাদের গভীর ষড়যন্ত্রের অংশ। প্রিয়া সাহার দেশবিরোধী মিথ্যা অভিযোগ অবশ্যই রাষ্ট্রদ্রোহিতার শামিল। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির সৌহার্দ্যপূর্ণ ঐতিহ্যকে ভূলুণ্ঠিত করতে প্রিয়া সাহা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে বানোয়াট, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ উত্থাপন করেছে। দেশ বিরোধী অপতৎপরতার দায়ে তার বিচার অবশ্যই করতে হবে।
গতকাল সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের যৌথ আয়োজিত সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ একথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহার বানোয়াট, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের প্রতিবাদে যৌথ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল। এতে আরো উপস্থিত ছিলেন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়–য়া, খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও সচিব নির্মল রোজারিও, শ্যামল ভট্টাচার্য, দয়াল কুমার, জয়দত্ত বড়–য়া ও জ্যামস সুব্রত হাজরা।
সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমান কাল ধরে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান কাঁধে কাঁধ রেখে এদেশে বসবাস করে বাঙ্গালী সংকৃতিকে সমৃদ্ধ করেছে। বাঙালি সংস্কৃতির এ ধারাকে সমুন্নত রাখতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ৩০ লাখ শহীদের রক্ত ও ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে এদেশ স্বাধীন হয়েছে। এ দেশের স্বাধীনতাকে রুখতে ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়কে ধুলিসাৎ করতে একটি প্রতিক্রিয়াশীল অপশক্তি এদেশের সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি ভূলুণ্ঠিত করার জন্য সব সময় কাজ করে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, ট্রাম্পের কাছে প্রিয়া সাহার অভিযোগ বাস্তবসম্মত নয়। ৩ কোটি ৭০ লাখ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ধর্মের মানুষ উধাও হয়েছে এ তথ্য বানোয়াট, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রিয়া সাহার বক্তব্য দেশের শুভবোধসম্পন্ন সব মানুষের আবেগ ও অনুভূতিতে আঘাত করেছে। দেশের সকল মানুষ তার এই অপকর্মের ধিক্কার ও নিন্দা করেছে। প্রিয়া সাহার বক্তব্যের প্রেক্ষিতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্ররোচনাকারী গোষ্ঠী ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করতে হবে। দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের নিকট বিচার চাওয়া গ্রহণযোগ্য হতে পারে না। আমরা তার এ ধরনের মিথ্যা বানোয়াট বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল। সরকার সকল ধর্মের মানুষের জন্য উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে। সরকার প্রায় দুই হাজার মন্দিরের উন্নয়নে ২৫১ কোটি টাকা প্রদান, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টেও স্থায়ী আমানত ১০০ কোটি টাকায় উন্নীত করেছে। বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টেও স্থায়ী আমানতও বৃদ্ধি প্রক্রিয়াধীন রয়েছে। এক প্রশ্নের জবাবে বলা হয়, মার্কিন প্রেসিডেন্টের কাছে প্রিয়া সাহার অভিযোগ সম্পূর্ণই তার ব্যক্তিগত বিষয়। তিনি আমেরিকা গিয়েছেন কোনো সংগঠনের প্রতিনিধি হিসেবে যাননি; গেছেন একজন ভিকটিম হিসেবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।