Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে হবেন জানা যাবে আজ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

ব্রিটেনে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে চ‚ড়ান্ত ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুই শীর্ষ দুই প্রার্থী বরিস জনসন ও জেরেমি হান্টের মধ্যে একজনকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিতে ভোট দেন কনজারটিভ পার্টির সদস্যরা। ভোট গণনা শেষে আজ মঙ্গলবার নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হবে।

জানা গেছে, সোমবার স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। আগামীকাল বুধবার আনুষ্ঠানিকভাবে নতুন প্রধানমন্ত্রীর কাছে দায়িত্ব হস্তান্তর করবেন বর্তমান প্রধানমন্ত্রী টেরিজা মে।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন অঙ্গীকার করেছেন যে, তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলে নির্ধারিত সময় আগামী ৩১শে অক্টোবরের মধ্যেই যেকোন মূল্যে ব্রেক্সিট বাস্তবায়ন করবেন। শুধু তাই নয়, প্রয়োজনে চুক্তি ছাড়াই ব্রেক্সিট বাস্তবায়নের পথে হাটারও ইঙ্গিত দিয়েছেন বরিস জনসন।

এদিকে, রবিবার ব্রিটিশ অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ড জানিয়েছেন, জনপ্রিয়তায় এগিয়ে থাকা বরিস জনসন প্রধানমন্ত্রী নির্বাচিত হলে তিনি পদত্যাগ করবেন। অন্যদিকে, সর্বশেষ প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে, বরিস জনসনের জয়ের সম্ভাবনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরিক মন্ত্রীর পদ ত্যাগ করেছেন স্যার অ্যালান ডানকান। সূত্র : বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ