পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ছয়দিনের সরকারি সফরে তুরস্ক ও রাশিয়ায় গিয়েছেন নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। গতকাল রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। তুরস্ক সফর শেষে ২৮ জুলাই রাশিয়ায় যাবেন নৌপ্রধান। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিমানবন্দরে নৌপ্রধানকে বিদায় জানান সহকারী নৌপ্রধান (অপারেশান্স) রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন ও নৌ প্রশাসনিক কর্তৃৃপক্ষ ঢাকা কমডোর মোহাম্মদ মুসা। তুরস্কে অবস্থানকালে নৌপ্রধান দেশটির নৌপ্রধান এডমিরাল আদনান ওজভাল ও সেনাপ্রধান জেনারেল ইয়াছের গুলার সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। তুরস্ক সফর শেষে তিনি রাশিয়া গমন করবেন। সেখানে তিনি আগামী ২৮ জুলাই রাশিয়ার নৌ দিবস উপলক্ষে অনুষ্ঠেয় নেভাল প্যারেড এ অংশ নেবেন। তাছাড়া তিনি রাশিয়ার নৌ সদর পরিদর্শনসহ দেশটির নৌপ্রধান এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে মিলিত হবেন। রাশিয়া অবস্থানকালে নৌপ্রধান দেশটির বিভিন্ন নৌ ঘাঁটি, জাহাজ ও দর্শনীয় স্থাপনাসমূহ পরিদর্শন করবেন। তুরস্ক ও রাশিয়া সফর শেষে নৌপ্রধান আগামী ৩১ জুলাই দেশে ফিরবেন।-আইএসপিআর
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।