Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রিয়া সাহার খুঁটির জোর কোথায়?

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৯, ১২:০৩ এএম | আপডেট : ১২:১২ এএম, ২২ জুলাই, ২০১৯

প্রিয়া সাহা এখন টক অব দ্য কান্ট্রি। ট্রাম্পের কাছে বাংলাদেশের বিরুদ্ধে তার অদ্ভূত নালিশ নিয়ে প্রতিবাদের ঝড় বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ধিক্কার অব্যাহত রয়েছে। বিক্ষুব্ধ কয়েকজন নাগরিক গতকাল তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুলে ঢাকা, যশোর, নাটোর, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ায় আদালতে মামলার আবেদন করলেও পরে সেগুলো খারিজ হয়েছে। সর্বত্রই পিয়া সাহাকে নিয়ে তর্ক বিতর্ক, সমালোচনা এবং তার বিরুদ্ধে আইনী প্রক্রিয়া শুরুর দাবি উঠেছে। কেউ কেউ বলছেন অন্যেরা সামান্য কিছু বললেই তাদের বিরুদ্ধে রাষ্ট্রদোহিতার অভিযোগে একদিনে অসংখ্য মামলা হয়। অথচ পিয়া সাহার ক্ষেত্রে উল্টো শ্রোত। কেউ কেউ প্রশ্ন তুলেছেন পিয়া সাহার খুঁটির জোর কোথায়?

প্রিয়া সাহা গতকাল ট্রাম্পের কাছে নালিশের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে বলেছেন, ‘আমি অধ্যাপক আবুল বারাকাতের সঙ্গে কাজ করেছি। তিনি বাংলাদেশ সরকারের পরিসংখ্যানের ওপর ভিত্তি করেই গবেষণায় দেখিয়েছেন প্রতিদিন গড়ে ৬৩২ জন সংখ্যালঘু বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছেন’। প্রিয়া সাহা আরো দাবি করেন তিনি প্রধানমন্ত্রীর বক্তব্যে উদ্বুদ্ধ হয়েই ট্রাম্পের কাছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের চিত্র তুলে ধরেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল বারাকাত উত্তরা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। তিনি আওয়ামী লীগপন্থী বুদ্ধিজীবী হিসেবে পরিচিত। আরেকটি সেমিনারে দেখা যায় খুশি কবিরের পাশেই প্রিয়া সাহা বসে আছেন। তথাকথিত প্রগতিশীলতার নামে সরকারি দল ও সুশীল সমাজের বিভিন্ন জনের সঙ্গে সুসম্পর্ক রেখে বর্তমান অবস্থানে পৌঁছেছেন। দেশাত্ববোধ ও মানবাধিকারের বুলি আওড়ালেও তার মূল লক্ষ্য মুসলিম বিদ্বেষী চেতনা প্রচার।
প্রিয়া সাহা রাশেদা কে চৌধুরী, খুশি কবির, রোকেয়া কবির, মালেকা বেগম, অ্যারোমা দত্ত, শাহরিয়ার কবির, পান্না কায়সার, পিজুষ বন্দোপাধ্যায়, ডা. আবুল বারাকাত, নাসির উদ্দিন ই্উসূফসহ ওই শ্রেণির লোকজনের সঙ্গে চলাফেরা করেন।
প্রিয়া সাহা পক্ষ্যে গতকালও সংবাদ সম্মেলন করে সাফাই গেয়েছেন পীযূষ বন্দোপাধ্যায়। তিনি এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলে মন্তব্য করেছেন। ‘স¤প্রীতি বাংলাদেশ’ আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে করে বলেন, প্রিয়া সাহার নালিশ বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এ ঘটনার দায় কেউ এড়িয়ে যেতে পারে না। সুষ্ঠু তদন্ত হলে তিনি কাদের প্ররোচনায় কোন উদ্দেশ্যে মিথ্যাচার করেছেন তা বেরিয়ে আসবে। প্রিয়া সাহাকে শিখন্ডী বানিয়ে কোনো স্বার্থন্বেষী মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে। সংগঠনের সদস্য সচিব অধ্যাপক ডাক্তার মামুন আল মাহতাব বলেন, ’৭৫ পরবর্তী ষড়যন্ত্রকারীরা প্রিয়া সাহাকে ব্যবহার করে কোনো চক্রান্ত করছে কি না তা খতিয়ে দেখতে হবে।
প্রিয়া সাহার বক্তব্য প্রসঙ্গে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে পিয়া সাহা যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো মিথ্যা; তবে এতো ছোট ঘটনা রাষ্ট্রদ্রোহ বলে মনে করি না’। ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রিয়া সাহা ডোনাল্ড ট্রাম্পের কাছে দেয়া বক্তব্যের জন্য তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া উচিত। প্রিয়া সাহা আসলে কি বলেছেন, কি বলতে চেয়েছেন, তার একটা পাবলিক স্টেটমেন্ট করা উচিৎ। তার আগে কোনো লিগ্যাল পসিডিউর করতে, মামলা না করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর একটা মামলা করতে চেয়েছিলেন, আমি তাকে এ ধরনের মামলা করতে না করেছি। কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলো প্রিয়া সাহাকে দেশে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন। কেউ প্রশ্ন তুলে বলেছেন, সাধারণ কেউ ঠুনকো কথা বললে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয় ডজন ডজন; অথচ প্রিয়া সরকারে রাষ্ট্রের বিরুদ্ধে অন্যদেশের প্রেসিডেন্টের কাছে অধিযোগ করেছেন সেটা ছোট্ট ঘটনা?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ন্তজাতিক সর্ম্পক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন বলেছেন, ট্রাম্পের কাছে প্রিয়া সাহার অভিযোগ সম্পূর্ণভাবে বাংলাদেশের স্বার্থবিরোধী এবং দেশের সুনাম সঙ্কটে ফেলার একটি উদ্দেশ্য। তার ব্যক্তিগত স্বার্থসিদ্ধির কোন বিষয় থাকতে পারে। অন্য একটি দেশের প্রেসিডেন্টকে বাংলাদেশে হস্তক্ষেপের জন্য সরাসরি আমন্ত্রণ করা অত্যান্ত ঘৃন্য কাজ।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অজ্ঞাতে হোয়াইট হাউজে প্রিয়া সাহা কিভাবে গেলেন তার নেপথ্যে কারা তানিযে প্রশ্ন তুলেছেন ওই সংগঠনের শীর্ষ নেতা কাজল দেবনাথ। তিনি প্রশ্ন করেন প্রিয়া সাহা কিভাবে মার্কিন প্রেসিডেন্টের কাছে গেছেন সেটাই রহস্য। কাজল আরো বলেন, ‘ট্রাম্পের ওই অনুষ্ঠানের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের কাছে তিনটি নাম চাইলে হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নির্মল রোজারিও, নির্মল চ্যাটার্জি এবং সুজিত বড়ুয়ার নাম দেন। সেখানে ১৩৪টি দেশের প্রতিনিধি ছিলেন। ৪০ জন ফরেন মিনিস্টার ছিলেন। আমাদের ফরেন মিনিস্টারও ছিলেন। তিনি দলনেতা। তাদের সঙ্গে না থেকে প্রিয়া সাহা কিভাবে ট্রাম্প যে ২৭ জনের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন সেখানে ঢুকলেন এটা বড় প্রশ্ন।’
নারী নেত্রী প্রিয়া সাহা বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৮ সালে তাকে মহিলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যহতি দেয়া হয়। বর্তমানে তিনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। এছাড়া বাংলাদেশের দলিত স¤প্রদায় নিয়ে ‘শারি’ নামে একটি এনজিও'র পরিচালনা করেন। এই এনজিওর মাধ্যমে কোটি কোটি টাকার বিদেশি অনুদান সংগ্রহ করেছেন। সংখ্যালঘুদের উন্নয়নে ওই তহবিল ব্যয়ের কথা থাকলেও সেটা তিনি নিজের পরিবারের উন্নয়নেই খরচ করেছেন।
তিনি ‘দলিত কণ্ঠ’ নামের একটি পত্রিকার সম্পাদক। ‘দলিত কণ্ঠ’ পত্রিকার ঘোষণাপত্রে দেখা যায়, চলতি বছরের ১২ জুন ঢাকা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসুল পত্রিকাটি প্রকাশের ঘোষণাপত্র প্রদান করেন। ঘোষণাপত্রে শনাক্তকারী হিসেবে স্বাক্ষর করেন অ্যাডভোকেট আল আমিন রিজভী। ‘দলিত কণ্ঠ’ সম্পাদক ও প্রকাশক হিসেবে প্রিয়া সাহা অঙ্গীকারনামায় উল্লেখ করেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বার্থ বিরোধী কোনো সংবাদ তিনি পরিবেশন করবেন না। কিন্তু পত্রিকাটির ডিক্লারেশন পাওয়ার মাত্র ১ মাসের মধ্যেই তিনি যুক্তরাষ্ট্রে গিয়ে রাষ্ট্র বিরোধী বক্তব্য দিয়ে এসেছেন।
প্রিয়া সাহা ওরফে প্রিয় বালা বিশ্বাসের পৈত্রিক নিবাস পিরোজপুরের নাজিরপুর উপজেলার চরবানিয়ারী গ্রামে এবং শ্বশুরবাড়ি যশোরে। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকতেন রোকেয়া হলে। ছাত্রজীবন থেকেই তিনি সিপিবির সহযোগী সংগঠন ছাত্র ইউনিয়নের সঙ্গে জড়িত ছিলেন।
প্রিয়া সাহার স্বামী মলয় সাহা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক হিসেবে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে কর্মরত রয়েছেন। থাকেন ঢাকার ধানমন্ডিতে। তাদের দুই মেয়ে প্রজ্ঞা পারমিতা সাহা ও ঐশ্বর্য লক্ষèী সাহা যুক্তরাষ্ট্রে পড়াশুনা করছেন। বড় মেয়ে প্রজ্ঞা পারমিতা সাহা মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ডের লাভের চেষ্টা করছেন কিছুদিন থেকে। মলয় সাহা এবং প্রিয়া দু’জনই যুক্তরাষ্ট্র সফর করেন। মলয় সাহা দুদকের সুবিধাভোগী এবং ভাগ্যবান কর্মকর্তাদের একজন। তাকে নিয়ে বিতর্কও রয়েছে। তিনি দীর্ঘ দিন চট্টগ্রাম ও সিলেট বিভাগের ডেস্ক অফিসার ছিলেন। এ সময় অর্থের বিনিময়ে বেশ কয়েকজন দুর্নীতিবাজকে দায়মুক্তি দেয়ার অভিযোগ রয়েছে।
মলয় সাহা সরকারি চাকরি করলেও চাকরির শৃংখল অমান্য করে তিনি গোপনে ‘শারী’ নামে একটি এনজিও পরিচালনা করেন। সংস্থাটি কাগজ-কলমে প্রিয়া সাহার নাম থাকলেও নেপথ্যে মলয় সাহা এটির থিংক ট্যাংক। সংখ্যা লঘু হিন্দু সম্প্রদায়ের অনেক সংগঠনের সংগেও যুক্ত মলয় সাহা। তিনি কয়েক মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সাবেক ছাত্রদের নিয়ে গড়ে তোলা একটি সংগঠনের মহাসচিব নির্বাচিত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সাংগঠনিক প্রচার কার্য চালালেও গতকাল শনিবার থেকে মলয় সাহা তার টাইমলাইন থেকে সকল তথ্য মুছে ফেলেন। তার ফেসবুক আইডিও বøক করে রাখা হয়েছে। মোবাইল ফোন কলও রিসিভ করছেন না। তিনি অফিসও করছেন না।
এদিকে ট্রাম্পের কাছে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন প্রিয়া সাহা।এই ব্যাখ্যাও তিনি ঔদ্ধত্য দেখিয়েছেন। গতকাল রোববার ইউটিউবে প্রচারিত ভিডিও বার্তায় তিনি এ ব্যাখ্যা দেন। তিনি বেসরকারি সংস্থা ‘শারি’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত ওই বার্তায় গবেষক ও শিক্ষাবিদ ড. আবুল বারকাতের গবেষণার উদাহারণ দিয়ে প্রিয়া সাহা বলেন, ‘আমি এক সময় তার (আবুল বারকাত) সঙ্গে কাজ করেছি। আবুল বারকাত বাংলাদেশ সরকারের পরিসংখ্যানের ওপর ভিত্তি করেই গবেষণায় দেখিয়েছেন, প্রতিদিন গড়ে ৬৩২ জন সংখ্যালঘু বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছেন। আমি সেই গবেষণা থেকেই রেফারেন্স দিয়েছি। ২০০১ সালে নির্বাচন পরবর্তী সময়ে হিন্দু জনগোষ্ঠীর ওপর যে নির্যাতন হয়েছে। আর আমার নিজ গ্রামে ২০০৪ সালে ৪০টি হিন্দু পরিবার থাকলেও এখন সেই সংখ্যা মাত্র ১৩টি।’##



 

Show all comments
  • Abdul Alim Emon ২২ জুলাই, ২০১৯, ১:৩৫ এএম says : 0
    মূলত আমেরিকায় স্থায়ীভাবে বসবাস এবং গ্রীনকার্ড পাওয়ার জন্যই একটা শান্তিপূ্র্ন দেশের বিরুদ্ধে জগন্যতম মিথ্যাচার করা হয়েছে। অবিলম্বে এই দেশদ্রোহী মহিলাকে গ্রেফতার করে বিচারের আওতায় এনে বড় ধরনের শাস্তির ব্যবস্থা করা হউক।
    Total Reply(0) Reply
  • Fakhruddin Ahmed ২২ জুলাই, ২০১৯, ১:৩৬ এএম says : 0
    এই মহিলা পাশের দেশ দিয়ে বাংলাদেশ দখল করানোর গ্রাউন্ড তৈরি করছে কিনা, তা ভেবে দেখা উচিৎ
    Total Reply(1) Reply
    • রাতুল ২২ জুলাই, ২০১৯, ৯:৪১ এএম says : 4
      Fakhruddin Ahmed ভাই একদম ঠিক বলেছেন । ভারতের অমিত শাহা স্বরাষ্ট্রমন্ত্রী হবার পরথেকে নিয়মিত যে বিষয়টি বলে আসছে মিডিয়ায় - এই প্রিয়া সাহা প্রেসিডেন্ট ট্রাম্পকে একই বিষয় বলে বুঝাতে চাইছে ।
  • Jast Hasan ২২ জুলাই, ২০১৯, ১:৩৬ এএম says : 0
    সরকারকে বেকায়দায় ফেলতে এই কাজ করেছেন এই ভদ্রমহিলা
    Total Reply(0) Reply
  • Iqbal Sumon ২২ জুলাই, ২০১৯, ১:৩৬ এএম says : 0
    I have a strong request to the government, This woman is given a severe punishment.
    Total Reply(0) Reply
  • Md Serajul Hoque ২২ জুলাই, ২০১৯, ১:৩৭ এএম says : 0
    sir, nothing will be happened .the prior shahas have been grown up under this government shelter.
    Total Reply(0) Reply
  • Abu Rasel ২২ জুলাই, ২০১৯, ১:৩৭ এএম says : 1
    যার যতটুকু প্রাপ্য তার বেশি দিতে নাই। আজ সরকারি নিযোগ, সরকারি পদন্নোতি, মন্ত্রণালয়েরর সচিব, এমন কোন স্থান নেই তাদের কে অতি মাত্রায় সুযোগ দেয়া হয়নি। তাদের কে প্রধান বিচারপতি পর্যন্ত বানানো হয়েছে। শেষ মেশ দেশ একটা চক্রান্তের মধ্যে পরতে যাচ্ছে। সাবাইকে সজাক থাকতে হবে। এটা সামান্যতম বিষয় নয়, গুরুত্ব সহকারে দেখা উচিৎ।
    Total Reply(0) Reply
  • Muhammad Aamir Hussein ২২ জুলাই, ২০১৯, ১:৩৭ এএম says : 0
    It's great sorrows for Bangladesh Govt. It's actually against your govt. stand. when minority people are getting highly priority there she is making allegation against our country. I think Govt. should take action as soon as possible.
    Total Reply(0) Reply
  • Aminur Rahman ২২ জুলাই, ২০১৯, ১:৩৮ এএম says : 0
    I wish Prime minister must be handle this critical crisis. Long live my Banglades
    Total Reply(0) Reply
  • Belal Hossen ২২ জুলাই, ২০১৯, ১:৩৮ এএম says : 1
    এই মহিলা যেটা করেছেন সেটা দেশদ্রোহীতা।সুতরাং এই মহিলার বিচার চাই আমরা।সুস্হ তদন্ত করে এর পিছনে যারা আছে তাদেরকে বিচার করা হোক।তবে যেন কোন ভাবেই তদন্তে রাজনীতি না হয়।
    Total Reply(0) Reply
  • Md Lovelu Islam Mukul ২২ জুলাই, ২০১৯, ১:৩৮ এএম says : 1
    সাংবাদিক ইলিয়াস হোসাইন এর কথা সত্যতা পাচ্ছি, দেশের গুরুত্বপূর্ণ জায়গায় হিন্দুদের বসানো হচ্ছে, কেন বসানো হচ্ছে? এ সব করার জন্যই কি?
    Total Reply(0) Reply
  • Sarwar Jahan BulBul ২২ জুলাই, ২০১৯, ১:৩৮ এএম says : 0
    প্রিয়া সাহার অভিযোগের ধরন দেখে অনুমান করা যায় বাংলাদেশের সরকার বা সরকারপ্রধান তাদের নিরাপত্তাবিধান করতে অক্ষম৷ সাহার অভিযোগ রাষ্ট্র ও সরকারপ্রধানের অবমাননা বলেই মনে হয়৷ এই অভিযোগ একপ্রকার রাষ্ট্রদ্রোহিতার শামিল কিনা ভেবে দেখা দরকার৷ তার অভিযোগের ভিত্তিতে বিদেশী শক্তি সহজেই বাংলাদেশের জন্যে বিপদ হয়ে আসতে পারে৷
    Total Reply(0) Reply
  • Borhan Sorkar ২২ জুলাই, ২০১৯, ১:৩৯ এএম says : 0
    আরেকটা ব্যাপার এখানে পরিস্কার করা উচিত তা হলো এই মহিলা সমগ্র বাংলাদেশের মুসলিমদেরকেই মৌলবাদী বলেছে, নির্দিষ্ট কোনো দলের নাম যেহেতু নেয়নি, অতএব বুঝতে হবে ওদের মূল উদ্যেশ্য আসলে কী!
    Total Reply(0) Reply
  • খান ২২ জুলাই, ২০১৯, ৩:৩৮ এএম says : 1
    কপালে সিদুর থাকলে দেশদ্রোহী হয় না। দেশদ্রোহী হতে হলে মাথায় টুপি কিংবা দাড়ি থাকতে হবে।
    Total Reply(0) Reply
  • Mohammad Abul Hasan ২২ জুলাই, ২০১৯, ১০:৪৩ এএম says : 0
    Tor kono Complain Thakly Shek Hasinaky Bolty Parti, Tor Bangladeshky Soto korar shahos kay diasy?
    Total Reply(0) Reply
  • sats1971 ২২ জুলাই, ২০১৯, ১১:২২ এএম says : 0
    In our country all religious people mother language is Bengali, All are we fight for freedom of Bangladesh step by step as 1952 language movement, 1969 Chattra-Sramik Gono Andolwn, 1970 win the parliament election, 1971 on 25 Jan continued Hartal,clashed with Pakistani police,BDR and 1971 on 7 Mar declared freedom of Bangladesh and stopped all govt school college university and all people marching to the capital Dhaka, divisional city for their freedom .In this situation Pakistan govt and Mujib govt starting meeting to handover the state power but on 26 Mar Pakistani solders starting killing mission to the Bangali after all we are fight the Pakistani army and won the freedom.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ