Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকারের পদক্ষেপ জানতে চান হাইকোর্ট

রূপপুরে বালিশ দুর্নীতি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আবাসন প্রকল্পে বালিশ দুর্নীতির বিষয়ে সরকারের গৃহিত পদক্ষেপ জানতে চেয়েছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি তারিক উল হাকিম এবং বিচারপতি মো. সোহরাওয়ার্দীর ডিভিশন বেঞ্চ এক আদেশে এ বিষয়ে জানতে চান। পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে আসন্ন ঈদ উল আযহার ছুটির পর। এর আগে গত ২ জুলাই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গ্রিন সিটি আবাসন প্রকল্পের দুর্নীতি তদন্তে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় দুটি কমিটি করে। ওই কমিটি তদন্ত প্রতিবেদন দেয়ার পর জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে সেটি জানতে চাওয়া হয়। একইসঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় নির্মাণাধীন ভবনে আসবাবপত্র বিশ্বস্ততার সঙ্গে কেনা ও উত্তোলনের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না- এই মর্মে রুল জারি করা হয়।

গতকাল রিটকারির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন। সরকারপক্ষে শুনানিতে অংশ নেন এটর্নি জেনারেল মাহবুবে আলম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ