Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রিয়া সাহার ভিত্তিহীন অভিযোগের নিন্দায় রজভীয়া নূরীয়া

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

দেশের ভাবমর্যাদা বিনষ্টের মানসে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহার ভিত্তিহীন অভিযোগের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রজভীয়া নূরীয়া ইসলামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী।

গতকাল (রোববার) এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশে ৩ কোটি ৭০ লাখ হিন্দু-বৌদ্ধ ও খ্রিস্টান গুম হয়ে আছে মর্মে প্রিয়া সাহা ডোনাল্ড ট্রাম্পকে যে মিথ্যা তথ্য দিয়েছেন তা রাষ্ট্রদ্রোহিতার শামিল। দেশের স্বাধীনতা ও অস্তিত্বের বিরুদ্ধে এটি গভীর চক্রান্ত উল্লেখ করে মাছুমুর রশিদ বলেন, এশিয়ায় সবচেয়ে বেশি শান্তি ও সম্প্রীতি বজায় রয়েছে বাংলাদেশে। যা ভারতসহ অন্যান্য রাষ্ট্রে নজিরবিহীন। তিনি প্রিয়া সাহাকে দ্রুত দেশে এনে গ্রেফতারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ