পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
প্রায় আড়াইশ’ কোটি টাকার কয়লা আত্মসাৎ মামলায় বড়পুকুরিয়া কয়লা খনির তৎকালীন ৭ ব্যবস্থাপনা পরিচালকসহ ২৩ কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার দুদকের দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয় এ চার্জশিট দাখিল করেন। এতে আসামিদের বিরুদ্ধে দন্ডবিধির ৪০৯/১০৯ এবং ১৯৪৭ সনের ২ নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
গতবছর ২৪ জুলাই বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির ব্যবস্থাপক (প্রশাসক) মোহাম্মদ আনিছুর রহমান বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় এ মামলা দায়ের করেন। এজাহারে ১৪ জনকে আসামিরা হলেও তদন্তে আরো ৯ জনের সম্পৃক্ততা পাওয়া যায়। মামলাটি তদন্ত করে দুদকের উপ-পরিচালক মো. সামসুল আলম। এজাহারে উল্লেখ ছিলো, আসামিরা পরস্পর যোগসাজশে ২০০৬ সালের জানুয়ারি থেকে ২০১৮ সালের ১৯ জুলাই পর্যন্ত ঘাটতিকৃত ১ লাখ ৪৩ হাজার ৭শ’ ২৭ দশমিক ৯২ মে. টন কয়লা আত্মসাৎ করেন। এ কয়লার বাজার মূল্য ২শ’ ৪৩ কোটি ২৮ লাখ ৮২ হাজার ৫শ’ ১ টাকা।
চার্জশিটে উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে কয়লা আত্মসাৎ করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তদন্তে আসামিদের সংশ্লিষ্টতা প্রমাণিত হয়েছে। তদন্তে আসা আসামিরা হলেন, সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুবুর রহমান, মো. আব্দুল আজিজ খান, প্রকৌশলী খুরশীদুল হাসান, কামরুজ্জামান, প্রকৌশলী মো. আমিনুজ্জামান, প্রকৌশলী এস.এম. নূরুল আওরঙ্গজেব, সাবেক মহা-ব্যবস্থাপক প্রকৌশলী হাবিব উদ্দিন আহাম্মদ, মো. শরিফুল আলম, তৎকালীন জিএম আবুল কাসেম প্রধানিয়া, আবু তাহের মোহা. নূরু উজ জামান চৌধুরী, মাসুদুর রহমান হাওলাদার, মো. আরিফুর রহমান, সাবেক ব্যবস্থাপক (নিরাপত্তা শাখা) সৈয়দ ইমান হাসান, উপ-ব্যবস্থাপক মো. মোর্শেদুজ্জামান, মো. হাবিবুর রহমান, মো. জাহেদুর রহমান, সহকারী ব্যবস্থাপক সত্যেন্দ্র নাথ বর্মন, মো. মনিরুজ্জামান, কোল হ্যান্ডেলিং ম্যানেজমেন্ট’র ব্যবস্থাপক মো. শোয়েবুর রহমান, উপ-মহাব্যবস্থাপক একেএম খালেদুল ইসলাম, প্রোডাকশন ম্যানেজমেন্ট ব্যবস্থাপক অশোক কুমার হালদার, উপ-মহাব্যবস্থাপক মো. জোবায়ের আলী। এ ছাড়া ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না পাওয়ায় ৫ জনকে অব্যাহতি দেয়া হয়েছে। তারা হলেন, ব্যবস্থাপক (এক্সপ্লোরেশন) মো. মোশাররফ হোসেন সরকার, ব্যবস্থাপক জাহিদুল ইসলাম সরকার, উপ-ব্যবস্থাপক মো. একরামুল হক, মহা-ব্যবস্থাপক (অর্থ ও হিসাব) মো. আব্দুল মান্নান এবং গোপাল চন্দ্র সাহা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।