Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উলিপুরে রাস্তায় দুধ ঢেলে প্রতিবাদ

দেশীয় দুগ্ধ শিল্প রক্ষার দাবি

উলিপুর (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

দেশীয় দুগ্ধ শিল্প রক্ষার দাবিতে রাস্তায় দুধ ঢেলে অভিনব প্রতিবাদ জানিয়েছেন উলিপুরের খামারীরা। গতকাল রোববার দুপুরে পৌর শহরের চৌরাস্তা মোড়ে এ প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার সকল দুগ্ধ উৎপাদনকারী খামারীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গুঁড়া দুধের উপর আমদানী কর বৃদ্ধি করায় গুঁড়া দুধ আমদানীকারক কুচক্রি মহল দেশীয় দুগ্ধ শিল্পকে ধ্বংস করার জন্য দুধে অ্যান্টিবায়োটিক আছে বলে অপপ্রচার চালাচ্ছে। ফলে দেশীয় তরল দুধের প্রতি মানুষের আস্থা উঠে যাচ্ছে। দুধের দাম নিম্নগামী হচ্ছে। ফলে খামারীরা দিন দিন লোকসানের মুখে পড়ে খামার গড়ার থেকে বিরত থাকছে। এ অবস্থায় অনেকেই খামার বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। এতে উপজেলার শতাধিক খামারের সাথে যুক্ত পাঁচশত মানুষ বেকার হয়ে পড়বেন। তারা দুগ্ধ খামার রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ধামশ্রেনী ইউনিয়নের যাদু পোদ্দার গ্রামের খামারী তসলিম উদ্দিন, ইয়াকুব আলী, ফজলুল করীম, পৌরসভার খাওনার দরগা গ্রামের আফজাল হোসেন, সুজা মিয়া, বজরা ইউনিয়নের খামারী আবুল কালাম, হাতিয়া ইউনিয়নের খামারী জবিউল ইসলাম, তবকপুর ইউনিয়নের রোকনুজ্জামান, নুর মোহাম্মদ, হায়দার আলী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ