Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

আইএবি মিলনায়তনে মুফতি সৈয়দ ফয়জুল করীম

৩০ জুলাই ভারতীয় দূতাবাস অভিমুখে মিছিল সফল করুন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

 ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ভারতের উগ্রবাদী হিন্দু সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় মুসলমানদের হত্যা, নির্যাতন ও হয়রানি বন্ধের দাবিতে আগামী ৩০ জুলাই ভারতীয় দূতাবাস অভিমুখে গুমিছিল সফল করার অনুরোধ জানিয়েছেন। ভারতে মুসলমানদের ওপর এশাধিক হামলার ঘটনায় যখন মুসলিম উম্মাহর হ্নদয়ে আঘাত হেনেছে। সে সময় আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ইসকন নামক হিন্দুদের উগ্রসংগঠন চট্টগ্রামে স্কুলের মুসলিম শিশুদেরকে দেবতার নামে উৎসর্গিত প্রসাদ খাওয়ানোর অপতৎপরতা কোনভাবেই বরদাশত করার মতো নয়। অবিলম্বে বাংলাদেশে ইসকনের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

গতকাল শুক্রবার সকালে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় ব্যবস্থাপনায় কেন্দ্র, মহানগর ও সহযোগি সংগঠনসমূহের যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৩০ জুলাই ভারতীয় দূতাবাস অভিমুখে অনুষ্ঠিতব্য গণমিছিল ও স্মারকলিপি কর্মসূচি সফলের লক্ষ্যে অনুষ্ঠিত যৌথ সভা দলের ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, মুফতি দেলাওয়ার হোসাইন সাকী, মাওলানা নেছার উদ্দিন, আলহাজ সৈয়দ আলী মোস্তফা, আলতাফ হোসেন, মাওলানা এবিএম জাকারিয়া।

মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম আরো বলেন, ভারতে হিন্দু উগ্রবাদী সন্ত্রাসীরা জঘন্য হত্যাযজ্ঞ, নির্যাতন চালিয়ে ধর্ম নিরেপেক্ষতার মুখোশ বিশ্ববাসীর সামনে উম্মোচন করেছে। এই ভয়াবহ হত্যাযজ্ঞ বিশ্বমানবতাকে গভীরভাবে ভাবিয়ে তুলেছে। তিনি অবিলম্বে ভারতে সংখ্যালঘু মুসলমানদের ওপর নির্যাতন-হয়রানি বন্ধে রাষ্ট্রীয় নিন্দা প্রস্তাব গ্রহণ করতে সরকারের প্রতি আহŸান জানান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ