পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর খিলক্ষেতের শ্যাওড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। অন্যদিকে মোহাম্মদপুরে স্বাধীন বিশ্বাস (১৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পরীক্ষায় ফেল করায় গত বৃহস্পতিবার রাতে সে আত্মহত্যা করেছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
বিমানবন্দর রেল-স্টেশন পুলিশ ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেন জানান, সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির মৃত্যু হয়। আশপাশের লোকজনের কাছ থেকে জানা যায়, ঘটনার সময় তিনি রেললাইনের পাশে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছিলেন। তার পরনে চেক সাদা লুঙ্গি ও ফুলহাতা শার্ট রয়েছে।
পুলিশ ও পরিবার সুত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিংয়ের ৫ নং রোডের ৯ নম্বর বাসার দ্বিতীয় তলা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় স্বাধীন বিশ্বাসের (১৮) লাশ উদ্ধার করা হয়। নিহত স্বাধীনের গ্রামের বাড়ি যশোরের জিগোরগাছা থানায়। সে যশোরের একটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিল। পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করার জন্য ঢাকায় আসে। গত বুধবার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়। কিন্তু সে ফেল করে। এর পর থেকেই সে বাসায় মনমড়া হয়ে বসে থাকতো।
মোহাম্মদপুর থানার ওসি গোপাল গণেশ বিশ্বাস মানবজমিনকে বলেন, বৃহস্পতিবার রাতে কাদেরাবাদ হাউজিংয়ের ওই বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে পরিবারের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হয়। এ ঘটনায় নিহতের পিতা উজ্জল বিশ্বাস মোহাম্মপুর থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।