পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সুষ্ঠুৃ হজ ব্যবস্থাপনার স্বার্থে অবিলম্বে আরো ৫% হজযাত্রী রিপ্লেসমেন্ট অনুমোদন দেয়ার জোর দাবি জানিয়েছে বাংলাদেশ হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদ। অন্যথায় প্রায় আড়াই হাজার হজযাত্রী হজে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবে। এসব হজযাত্রীর মক্কা-মদিনায় বাড়ি ভাড়াসহ অন্যান্য ব্যয়ের টাকা ইতোমধ্যেই পরিশোধ করা হয়েছে। এরা হজে যেতে না পারলে সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলো মারাতœক আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। গতকাল বাংলাদেশ হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদের সভাপতি ড. আব্দুল্লাহ আল-নাসের এক বিবৃতিতে এ দাবি জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, ২০১৬, ২০১৭ এবং ২০১৮ সনে সরকার সুষ্ঠু হজ ব্যবস্থাপনার লক্ষ্যে পর্যায়ক্রমে ১৫% হজযাত্রী রিপ্লেসমেন্ট অনুমোদন দেয়া হয়েছিল। এতে সউদী-বাংলাদেশ দ্বি-পাক্ষিক হজ কোটার সকল হজযাত্রীই হজে যাওয়ার সুযোগ পেয়েছিল। চলতি বছরও সর্বমোট ১৫% হজযাত্রী রিপ্লেসমেন্ট অনুমোদন দেয়া হলে হজ এজেন্সিগুলো আর্থিক ক্ষতি থেকে রেহাই পাবে এবং হজ ফ্লাইট খালি যাবে না। উল্লেখ্য, ধর্ম মন্ত্রণালয় দু’দফায় ১০% হজযাত্রী রিপ্লেসমেন্ট অনুমোদন দিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।