পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর ওয়ারীর শিশু সায়মার ধর্ষক ও হত্যাকারী হারুনের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে নিহত শিশুর পরিবার ও এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে ধর্ষণ ও খুনের ঘটনা বেড়েই চলেছে। এসব ঘটনা বন্ধ করতে হলে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে ভবিষ্যতে এ ধরনের আর কেউ করতে সাহস না পায়। সায়মার বাবা আব্দুস সালাম বলেন, শিশু ধর্ষণ, নারী নির্যাতন বন্ধের দাবি ওঠেছে সমাজের সব শ্রেণী-পেশার মানুষের পক্ষে। আমি শুধু আমার মেয়ের ধর্ষণ ও হত্যাকারীর ফাঁসি চাই না। আমি চাই, এ ধরনের ঘটনা যেন আর না ঘটে।
এ সময় চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে ছিল- নারী ও শিশু নির্যাতন দমন আইনকে দ্রæত সংশোধন করে ধর্ষণের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান করা, বিশেষ ট্রাব্যুনালের মাধ্যমে ৩০ দিনের মধ্যে বিচার শেষ করা, প্রতিটি ক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের ধর্ষণ প্রতিরোধ ও প্রতিকারের জন্য শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা। মানববন্ধনে ওয়ারীর স্থানীয়রা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।