Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজেপির অর্থনীতির সমালোচনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

কেন্দ্রীয় সরকারের বর্তমান অর্থনীতির তীব্র সমালোচনা করেছেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। দেশের পূর্বতন সরকারের অবদান না থাকলে বর্তমান সরকার এই ৫ ট্রিলিয়ন জিডিপি লক্ষ্যপূরণের দিকে কখনোই হাঁটতে পারত না জানিয়ে তিনি বলেন, আর এজন্যে পূর্ববর্তী সরকারগুলির কাজকে বর্তমান সরকারের ধন্যবাদ জানানো উচিত।

সচরাচর বিশেষ মন্তব্য করতে না শোনা গেলেও গতকাল শুক্রবার দিল্লির একটি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রণব মুখার্জী বলেন, ‘কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট পেশের সময় ঘোষণা করেন যে ২০২৪-এর মধ্যে ভারতীয় অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্যে পৌঁছবে। কিন্তু এই বিষয়টি হঠাৎ করে স্বর্গ থেকে নেমে আসবে না। এটি দেশের সুদৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়েই গড়ে উঠেছে যা ব্রিটিশরা তৈরি করেনি, স্বাধীনতার পর গড়েছেন ভারতীয়রাই।’
তিনি বলেন, ‘যারা কংগ্রেসের ৫৫ বছরের শাসনকালকে সমালোচনা করছেন তারা ভারতের স্বাধীনতা লাভের সময় দেশ কোথায় ছিল এবং বর্তমানে কতদূর অগ্রসর হয়েছে সে ব্যাপারটিও উপেক্ষা করছেন। হ্যাঁ, নিশ্চয়ই অন্যান্যরাও অবদান রেখেছেন, কিন্তু আধুনিক ভারতের ভিত্তি গঠনের সময় তার প্রতিষ্ঠাতারা দৃঢ়ভাবে পরিকল্পিত অর্থনীতিতে বিশ্বাস রেখেছিলেন। আর আজ, সেই পরিকল্পনা কমিশনই ভেঙ্গে গেছে।’
উল্লেখ্য, ২০১৪ সালে ক্ষমতায় আসার পরেই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরিকল্পনা কমিশনকে ভেঙে দেন, যারা পাঁচ বছরের পরিকল্পনার জন্য কয়েক দশক ধরে বিখ্যাত ছিল, এবং তার পরিবর্তে সচিন্তা-নীতি আয়োগের প্রতিষ্ঠা করেন তিনি।
প্রাক্তন রাষ্ট্রপতি বলেন, ‘ভারত এই জায়গায় পৌঁছতে পারছে কারণ জওহরলাল নেহেরু এবং অন্যরা আইআইটি, ইসরো, আইআইএম, অন্যান্য ব্যাংকিং নেটওয়ার্কের প্রতিষ্ঠা করেছিলেন। মনমোহন সিং ও নরসীমা রাওয়ের সময়ের উদার অর্থনীতির সময় থেকেই এর ভিত নির্মিত হয়েছিল। এই অর্থনৈতিক সম্ভাবনার উপর ভিত্তি করেই বর্তমান ভারতের অর্থমন্ত্রী দাবি করতে পারেন যে, ভারত ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হবে।’ সূত্র : এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ