Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে সাত নির্দেশনা হাইকোর্টের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

ধর্ষণ-পরবর্তী হত্যা মামলার বিচার দ্রæত নিষ্পত্তি করতে নারী ও শিশু ট্রাইব্যুনালসহ সংশ্লিষ্টদের ৭ দফা নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি এম.ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। পৃথক তিনটি ধর্ষণ ও ধর্ষণপরবর্তী হত্যা মামলায় আসামিপক্ষের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে সংবিধানের ১০৯ অনুচ্ছেদ অনুসারে এ আদেশ দেন। দুটি মামলায় চার আসামিপক্ষে শুনানি করেন কৌঁসুলি গোলাম আকতার জাকির ও মারজিয়া জামান। তারা জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও ধর্ষণ-পরবর্তী হত্যা মামলা নির্ধারিত সময়সীমার মধ্যে বিচার শেষ করা, শুনানি শুরু হলে প্রতি কার্যদিবসে টানা মামলা পরিচালনা করা, মামলায় সাক্ষীর উপস্থিতি ও নিরাপত্তা নিশ্চিত করা বিষয়ে ৭ দফা নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। আদালতের এ নির্দেশনা বাস্তবায়ন ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আদেশের কপি স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, রেজিস্ট্রার জেনারেলকে পাঠাতে বলা হয়েছে। দুই মামলায় আসামি মো. রাহেল ওরফে রায়হান ও সেকান্দার আলীর জামিন নামঞ্জুর করে হাইকোর্ট এ আদেশ দেন। তবে নারায়ণগঞ্জের শিশু ধর্ষণের অপর এক মামলায় সারওয়ার রুবেল ও এমরানকে জামিন দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ