পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এক বিবৃতিতে বলেছেন, সমগ্র উত্তরবঙ্গ আজ বন্যার পানিতে ভাসছে। লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে আছে। অনেক মানুষ ইতোমধ্যেই মারা গেছে। বহু গবাদী পশু ভেসে যাচ্ছে। আরো নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বন্যাকবলিত উত্তরবঙ্গকে দুর্গত এলাকা ঘোষণা করে সেখানে জরুরী ভিত্তিতে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালানো প্রয়োজন। উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সেনা বাহিনী ও বিমান বাহিনী নিয়োগ করে ক্ষতিগ্রস্ত মানুষকে বাঁচাতে হবে।
রকার ও বিরোধী দল সবাইকে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে হবে এবং বন্যা পরিস্থিতি থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার ও তওবা করতে হবে। পীর সাহেব বন্যাদুর্গতদের পাশে সমাজের বিত্তবান সেবা সংস্থা ও সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদেরকে এগিয়ে আসার আহ্বান জানান।
মুসলিম ছাত্র-ছাত্রীদের মাঝে প্রসাদ বিতরণ ও জয় শ্রীরাম বলানো কিসের আলামত?
চট্টগ্রামে স¤প্রতি হিন্দুদের পূজা উপলক্ষে হিন্দু সংগঠন ইসকন কর্তৃক বাকলিয়া স্কুলসহ ১০টি স্কুলে মুসলিম ছাত্র ছাত্রীদের প্রসাদ খাওয়ায় এবং কোমলমতি ছাত্র-ছাত্রীদের হরে হরে রাম রাম, কৃঞ্চ কৃঞ্চ বলে শ্লোগান বার বার বলানোয় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, এভাবে মুসলিম ছাত্র-ছাত্রীদের মাঝে হিন্দু ধর্মের বীজবপন করা ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত এবং এটা কিসের আলামত?। দেশবাসী জানতে চায়। এভাবে মুসলিম ছাত্র ছাত্রীদের হিন্দুদের প্রসাদ খাওয়ানো এবং তাদের মাঝে হিন্দু ধর্মের প্রতি আগ্রহশীল করতে যারা এধরণের কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ইসকন সংগঠনের উগ্রবাদীরা এদেশে ধর্মীয় দাঙ্গা লাগাতে চায় কিনা তাও খতিয়ে দেখতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।