Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩৮তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ২৯ জুলাই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

৩৮তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হবে ২৯ জুলাই। এবার মৌখিক পরীক্ষায় অংশ নেবে ৯ হাজার ৮৬২ জন। ওইদিন রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কার্যালয়ে সকাল ১০টা থেকে এ মৌখিক পরীক্ষা শুরু হবে। সোমবার সরকারি কর্ম কমিশন (পিএসসি) ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ১ জুলাই ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। এতে ৯ হাজার ৮৬২ জন উত্তীর্ণ হয়। লিখিত পরীক্ষায় অংশ নেয় ১৪ হাজার ৫৪৬ জন প্রার্থী। উত্তীর্ণ প্রার্থীরা এখন মৌখিক পরীক্ষায় অংশ নেবে।
পূর্বের সিন্ধান্ত অনুযায়ী, ৩৮তম বিসিএস’র মাধ্যমে জনপ্রশাসনে দুই হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করার কথা ছিলো। তবে এখন এই বিসিএসে ১৩৬ জন বেশি নিয়োগ পাবে। এতে এই বিসিএস এর মোট পদের সংখ্যা হচ্ছে দুই হাজার ১৬০ টি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ