Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

দেড়শ’ সিট খালি নিয়েই হজ ফ্লাইট ছেড়েছে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

সউদী ই-হজ সিষ্টেমের সার্ভার বিকলের কারণে ৫দিন পর গতকাল মঙ্গলবার থেকে হজ ভিসা ইস্যু শুরু হয়েছে। সার্ভার ত্রুটির দরুণ হজ ভিসা ইস্যু না হওয়ায় গতকাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দু’টি হজ ফ্লাইট ১৫১ হজযাত্রীর সিট খালি নিয়েই জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে। আজ ভোর রাত পর্যন্ত ১৫৭ হজ ফ্লাইট যোগে ৫৮ হাজার ৫০ জন হজযাত্রী সউদী আরবে পৌঁছেছেন।

হজ ভিসা ইস্যু নিয়ে সৃষ্ট জটিলতার দরুণ সোমবার রাতে সাউদিয়া এয়ারলাইন্সের হজ ফ্লাইটে হজ ভিসা ছাড়াই একটি হজ এজেন্সির ৬০ জন হজযাত্রীকে সউদী আরবে নিয়ে যাওয়া হয়েছে। হজ ভিসা ইস্যু বন্ধ থাকায় গতকাল সকাল সোয়া ১১টায় বিমানের হজ ফ্লাইটে (বিজি-৩০৩৩) মিনার ট্রাভেলসের (১০৩০)-এর ৬৭ জন হজযাত্রী সউদী আরবে যেতে পারেনি। এসব হজযাত্রী হাজী ক্যাম্পে চরম হতাশায় দিন কাটাচ্ছে।

গতকাল মঙ্গলবার আশকোণাস্থ হজ অফিসের দ্বিতীয় তলায় হাবের অস্থায়ী অফিস উদ্বোধনকালে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, সউদী সরকারের সার্ভার ত্রুটির কারণে ৪/৫ দিন হজ ভিসা ইস্যু বন্ধ ছিল। এটার জন্য আমাদের করার কিছু নেই। হজ ভিসা ইস্যু সংক্রান্ত সঙ্কট নিরসন হয়েছে বলেও ধর্ম প্রতিমন্ত্রী উল্লেখ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ধর্ম মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম, পরিচালক হজ সাইফুল ইসলাম, হাবের মহাসচিব ফারুক আহমদ সরদার, অর্থ সচিব আব্দুল কাদের মোল্লা, ইসি সদস্য আবু তাহের, আতাউর রহমান ও মাওলানা মাহবুবুর রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ