Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাটকল করপোরেশনের ম্যানেজারসহ তিন জনের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক

সাড়ে ৭ কোটি টাকা আত্মসাত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৯, ১২:০৩ এএম

বাংলাদেশ পাটকল করপোরেশনের সাবেক জেনারেল ম্যানেজারসহ ৩ জনের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার কমিশন তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন অনুমোদন করে। শিঘ্রই চার্জশিট আকারে আদালতে দাখিল করা হবে বলে জানা গেছে। সরকারের ৭ কোটি ৪৩ লক্ষ ৯১ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১৬ মালের ৯ ডিসেম্বর দুদক খুলনার খালিশপুর থানায় এ মামলা করে। মামলাটি তদন্ত করেন সহকারি পরিচালক মো. শফিউল্যাহ। চার্জশিটে প্লাটিনাম জুবিলী জুট মিলস লি:র সাবেক উপ-মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ পাটকল করপোরেশনের সাবেক ব্যবস্থাপক মোঃ লিয়াকত হোসেন এবং সাবেক ব্যবস্থাপক, প্লাটিনাম জুবিলী জুট মিলস্ লিঃর ব্যবস্থাপক (উৎপাদন) শঙ্কর চন্দ্র ভুইয়াকে আসামি করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, আসামিগণ পরস্পর যোগসাজশে প্লাটিনাম জুবিলী জুট মিলস্ লিঃ, খালিশপুর, খুলনায় কর্মরত থেকে প্রতারণা এবং ক্ষমতার অপব্যবহার করে মিলের ওয়েস্টেজ রোল বিক্রির সময় ওজন কম দেখিয়ে খুচরা বাজারে বিক্রি করেন। ২০১২ সালের ৩ মে থেকে ২০১৫ সালের ২৯ মে পর্যন্ত এ ঘটনা ঘটে। এর ফলে সরকারের ৭ কোটি ৪৩ লাখ ৯১ হাজার ২৭৭ টাকা আত্মসাৎ কিংবা ক্ষতি সাধিত হয়। যা দন্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ও ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় দন্ডনীয় অপরাধ।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ