Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা না থাকলে যাবে কোথায়

হাইকোর্টের প্রশ্ন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৯, ১২:০৩ এএম

শিক্ষা প্রতিষ্ঠানে যদি নিরাপত্তা না থাকে তাহলে শিক্ষার্থীরা কোথায় যাবে-এ প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। সেই সঙ্গে ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার শিক্ষার্থী নূসরাত জাহান রাফি হত্যাকান্ডের ঘটনায় ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে-জানতে চাওয়া হয়েছে। গতকাল সোমবার এফআরএম নাজমুল আহসান এবং বিচারপতি কেএম কামরুল কাদেরের ডিভিশন বেঞ্চ এ প্রশ্ন তোলেন। নুসরাতের কথোপকথন ভিডিও করে ফেসবুকে ভাইরাল করা প্রসঙ্গে হাইকোর্ট আরো বলেন, একজন পুলিশ অফিসারের আচরণ এমন হতে পারে না। এরপর ফেনীর নূসরাত জাহান রাফি হত্যাকান্ড এবং অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে গভর্নিং বডির চেয়ারম্যান এবং ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পি কে এনামুল করিমের ভূমিকা তদন্ত করার নির্দেশ দেন। আগামি ৩০ দিনের মধ্যে তদন্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ