Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাইকোর্টে ফের জামিন এমএনএইচ বুলুর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৯, ১২:০৩ এএম

জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জন মামলায় বিএনএইচ গ্রæপের চেয়ারম্যান এমএনএইচ বুলুকে আবারো ৩ মাসের অন্তর্বর্তীকালিন জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন নিয়ে তিনি যাতে দেশত্যাগ করতে না পারেন এ লক্ষ্যে তার পাসপোর্ট জমা দেয়ার শর্ত জুড়ে দেয়া হয়েছে। গতকাল সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি কেএম হাফিজুল আলমের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। ১শ’ ৯ কোটি ১৭ লাখ টাকার বেশি সম্পদের তথ্য গোপন এবং ২৪ কোটি ৭৮ লাখ টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে গতবছর ৭ অক্টোবর বুলুর বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলায় ইতিপূর্বে তিনি মাসের অন্তর্বর্তীকালিন জামিন পান। গতকাল জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন জানালে আদালত শর্ত সাপেক্ষে বুলুকে আরো ৩ মাসের অস্থায়ী জামিন দেন। বুলুর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শফিক আহমেদ। দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ