Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় তাপদাহ কমছে বৃষ্টিপাত

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

একদিকে এক ফোঁটা বৃষ্টিহীন রাজশাহী, খুলনা। আরেকদিকে নিকলিতে ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত। চট্টগ্রামে দেশের সর্বনি¤œ রাতের তাপমাত্রা ২২.৫ ডিগ্রি, অথচ দক্ষিণ-পশ্চিমে যশোরে দিনের সর্বোচ্চ পারদ ৩৭.৮ ডিগ্রি সে.। গতকাল সোমবার ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়ার এই বিপরীতমুখী অবস্থা।

বর্ষার মৌসুমী বায়ুর প্রভাবে গতকাল দেশের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বর্ষণ হয়েছে। ঘোর বর্ষায় আষাঢ় মাসের শেষে এসেও খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। খুলনায় পারদ ছিল সর্বোচ্চ ৩৬.৫, মংলায় ৩৭.২ ডিগ্রি সে.। ঢাকার তাপমাত্রা সর্বোচ্চ ৩০.২ এবং সর্বনি¤œ ২৪.৬ ডিগ্রি সে.।

আজ (মঙ্গলবার) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রপাতের সঙ্গে হতে পারে বর্ষণ।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় অর্থাৎ শ্রাবণের শুরুর দিকে কিছুদিন বৃষ্টিপাতের মাত্রা কমে আসতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ