Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৬ এসপি রদবদল

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

ঢাকা মহানগর পুলিশের পুলিশ সুপার মর্যাদার নয় ডিসিসহ ২৬ জন এসপিকে বদলি করা হয়েছে। বদলির এ তালিকায় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ঢাকা মহানগর পুলিশের ডিসি প্রলয় কুমার জোয়ারদার রয়েছেন। তাকে ঢাকার পাশে নরসিংদী জেলার এসপি হিসেবে বদলি করা হয়েছে। গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার আগামী মাসের মাঝামাঝি সময়ে অবসরে যাওয়ার কথা রয়েছে। তার যাওয়ার আগে ডিএমপিতে এক সঙ্গে বড় রদবদলের ঘটনা ঘটল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক আদেশে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের ডিসি আনিসুর রহমানকে ব্রাহ্মণবাড়িয়ার এসপি হিসেবে বদলি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার এসপি মো. আনোয়ার হোসেন খানকে পুলিশ অধিদপ্তরে সহকারী মহাপরিদর্শক পদে বদলি করা হয়েছে। ডিএমপির ডিসি ড. এ এইচ এম কামরুজ্জামানকে ল²ীপুরের এসপি হিসেবে বদলি করা হয়েছে। ল²ীপুরের এসপি আ স ম মাহাতাব উদ্দিনকে ডিএমপির ডিসি হিসেবে বদলি করা হয়েছে। পুলিশের বিশেষ শাখার এসপি মো. মিজানুর রহমানকে সুনামগঞ্জের এসপি হিসেবে বদলি করা হয়েছে। আর সুনামগঞ্জের এসপি মো. বরকতউল্লাহ খানকে ঢাকায় হাইওয়ে পুলিশ ইউনিটে পুলিশ সুপার (প্রশাসন ও প্ল্যানিং) পদে বদলি করা হয়েছে।

ডিএমপির ডিসি মো. আলিমুজ্জামানকে ফরিদপুরের এসপি হিসেবে বদলি করা হয়েছে। ফরিদপুরের এসপি মো. জাকির হোসেনকে ডিএমপির ডিসি হিসেবে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক ফারুক আহমেদকে মৌলভীবাজারের এসপি হিসেবে বদলি করা হয়েছে। অপরদিকে এই জেলার এসপি মোহাম্মদ শাহ জালালকে পুলিশ অধিদপ্তরে সহকারী মহাপরিদর্শক পদে বদলি করা হয়েছে। ডিএমপির ডিসি লিটন কুমার সাহাকে নাটোরের এসপি হিসেবে বদলি করা হয়েছে। নাটোরের এসপি সাইফুল্লাহ আল মামুনকে ঢাকা রেলওয়ে জেলার এসপি হিসেবে বদলি করা হয়েছে।

ডিএমপির ডিসি মো. আকবর আলী মুনসীকে নেত্রকোনার এসপি হিসেবে বদলি করা হয়েছে। এই জেলার এসপি জয়দেব চৌধুরীকে ডিএমপির ডিসি হিসেবে বদলি করা হয়েছে। ডিএমপির ডিসি এস এম মুরাদ আলীকে মেহেরপুরের এসপি হিসেবে বদলি করা হয়েছে। এই জেলার এসপি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে সাতক্ষীরার এসপি হিসেবে বদলি করা হয়েছে। আর সাতক্ষীরার এসপি মো. সাজ্জাদুর রহমানকে ডিএমপির ডিসি হিসেবে বদলি করা হয়েছে। নরসিংদীর এসপি মিরাজ উদ্দিন আহম্মেদকে ডিএমপির ডিসি হিসেবে বদলি করা হয়েছে। ডিএমপির ডিসি মোহাম্মদ মাহবুব হাসানকে মাদারীপুরের এসপি হিসেবে বদলি করা হয়েছে। এ জেলার এসপি সুব্রত কুমার হালদারকে পুলিশের রংপুর রেঞ্জের এসপি হিসেবে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরো বলা আছে, পুলিশ সদর দপ্তরের এআইজি মো. আনিসুর রহমানকে ডিএমপির ডিসি হিসেবে বদলি করা হয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরীকে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) আরেক পুলিশ সুপার ফারহাত আহমেদকে নোয়াখালীর পুলিশ ট্র্রেনিং সেন্টারে পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। এসবির আরেক এসপি মো. সাইফুল্লাহ বিন আনোয়ারকে ঢাকায় পুলিশ অধিদপ্তরের এআইজি হিসেবে বদলি করা হয়েছে। ডিএমপির ডিসি মাসুদ আহাম্মদকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এসপি হিসেবে বদলি করা হয়েছে। এর আগে গত ১৩ জুন ডিএমপির ডিসি বিপ্লব কুমার সরকারসহ ২১ জন পুলিশ সুপারবে বদলি করা হয়েছিল। তার এক মাসের মধ্যে এ বদলির আদেশ জারি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ