Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা চালুর দাবি পৌরকর্মীদের

ঢাকায় অবস্থান কর্মসূচি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

রাষ্ট্রীয় কোষাগার থেকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন-ভাতাসহ পেনশন চালুর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের কর্মীরা। গতকাল (রোববার) দুপুর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালণ করেন তারা। সারাদেশ থেকে ৩২৮টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা এই অবস্থান কর্মসূচিতে অংশ নেন।

মৌলভীবাজার পৌরসভার পৌর সচিব মোহাম্মদ ইসহাক ভ‚ঁইয়া বলেন, আমাদের বেতন-ভাতা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে পৌরসভা থেকে সংগ্রহ করতে হয়। কিন্তু পৌরসভার আয় সংকুলান না হওয়ায় অনেকেরই বেতন দীর্ঘ কয়েক মাস যাবত বকেয়া রয়েছে। যার ফলে আমাদের জীবনে দুর্ভোগ নেমে এসেছে। আমরা চাই, আমাদের বেতন-ভাতা পেনশন সুবিধা সবকিছুই সরকারি কোষাগার থেকে দেওয়া হোক। যতদিন আমাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা প্রেসক্লাবের সামনে অবস্থান করে যাবো।

ফরিদপুর পৌরসভা কর্মকর্তা শফি উদ্দিন শেখ বলেন, আমাদের একদফা একদাবি। সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন দিতে হবে। তিনি বলেন, পৌরসভা থেকে আমাদের যে কয় টাকা বেতন দেওয়া হয়, সেই বেতনে আমরা সংসার চালাতে পারি না। তারপরও দশ মাস চাকরি করার পরে একমাসের বেতন দেওয়া হয়। অনেকের চাকরি শেষ হয়ে গেছে। তারপরও তারা পেনশনের টাকা পাচ্ছেন না। তাই আমাদের রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন দিতে হবে।

ফরিদপুর পৌরসভার কর্মচারী সেলিম খান বলেন, সরকার আমাদের চাকরি দিয়েছে কিন্তু বেতন দেয়নি। এটা কী ধরনের নিয়ম? আমরা সরকারি কোষাগার থেকে বেতন চাই। দাবি না মানা পর্যন্ত তারা প্রেসক্লাবের সামনে থেকে উঠবেন না।
দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত থাকার ঘোষণা দেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল আলীম মোল্লা।



 

Show all comments
  • Muhammod Abdul Mozid ১৫ জুলাই, ২০১৯, ২:৪৭ পিএম says : 0
    অধিকার আদায়ের এ আন্দোলনের সাথে আমরা একমত।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ