Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রেনের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় নূপুর সরকার (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় তার আরেক সহপাঠী শ্রাবণী (১৬) আহত হয়েছে।

গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে কর্ণফুলী এক্সপ্রেসের ধাক্কায় এ হতাহতের ঘটনা ঘটে। নিহত নূপুর সরকার ও শ্রাবণী মালোর বাড়ি গাজীপুরে। কোচিং করতে ঢাকায় এসেছিলেন তারা। বাড়ি ফেরার পথে ট্রেন ধরতে স্টেশনে যাওয়ার পর এ দুর্ঘটনা। রেলওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মো. ওমর ফারুক জানান, তারা স্টেশনের পূর্ব দিকের প্ল্যাটফর্মে ছিলেন। ট্রেন ধরতে পশ্চিম দিকের প্ল্যাটফর্মে আসার জন্য ফ্লাইওভার ব্যবহার না করে তারা নিচ দিয়ে রেল লাইন পার হচ্ছিলেন। এ সময় দুই নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ঢাকার বাইরে থেকে আসা কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি বিমানবন্দর স্টেশনে ঢুকছিল। ধারণা করা হচ্ছে হঠাৎ করে তারা ট্র্রেন দেখে আবার ফিরে আসতে চেয়েছিল। তখন দুজনেরই চলন্ত ট্রেনের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে একজন মারা যায়, অন্যজন আহত হয়। আহত শ্রাবণী মালোকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ