Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্তানরা কে কোথায়

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম | আপডেট : ১০:৩০ পিএম, ১৫ জুলাই, ২০১৯

সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ দুই পুত্র সন্তানের জনক। পাশাপাশি তার রয়েছে আরো দুটি দত্তক সন্তান। তাদের নাম রাহগির আল মাহি শাদ (রওশন পুত্র), শাহতা জারাব এরিক (বিদিশা পুত্র) এবং পালিত পুত্রকন্যা আরমান এরশাদ ও জেবিন এরশাদ।
‘আমার কর্ম আমার জীবন’ শীর্ষক আত্মজীবনীমূলক বইয়ে এরশাদ উল্লেখ করেছেন এই ৩ ছেলে ও এক মেয়ের কথা। এরশাদ ১৯৫৪ সালে ময়মনসিংহের স্বনামধন্য খানসাহেব উমেদ আলী সাহেবের কন্যা রওশন আরা ডেইজীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে দ্বিতীয় বিয়ে করেন ১৯৯৮ সালে ডিজাইনার বিদিশা সিদ্দিককে। বিদিশাকে এরশাদ রাজনীতিতেও এনেছিলেন।
এরশাদের প্রথম স্ত্রী রওশন এরশাদ। ১৯৮৩ সালে স্ত্রী রওশন এরশাদ পুত্র জন্ম দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন। সেই ছেলের নাম রাখা হয় রাহগির আল মাহি এরশাদ (শাদ এরশাদ)। মালয়েশিয়ায় দীর্ঘ প্রবাস জীবন শেষে শাদ এখন ঢাকাতেই মায়ের সঙ্গে থাকেন। এখন ব্যবসা নিয়ে ব্যস্ত শাদ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ (ফুলবাড়ি-সদর-রাজারহাট) এলাকা থেকে তাকে প্রার্থী করার গুঞ্জন ছড়িয়েছিল।
এরশাদের আরেক স্ত্রীর নাম বিদিশা এরশাদ। বর্তমানে বিদিশা সিদ্দিকী। ২০০২ সালের ২৭ মার্চ আনুষ্ঠানিকভাবে এরশাদ-বিদিশার বিয়ে হয়। বিদিশার বাবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান অধ্যাপক কবি আবু বক্কর সিদ্দিক। এই দম্পতির ঘর আলো করে আসে পুত্রসন্তান। নাম শাহতা জারাব এরিক এরশাদ। তার বয়স এখন ১৮ বছর। এরিক বারিধারার প্রেসিডেন্ট পার্কে বাবা এরশাদের সঙ্গে থাকতেন। এই এরিকই হচ্ছেন এইচ এম এরশাদের ধ্যানজ্ঞান। সঙ্গীতে বিশেষ পারদর্শিতা রয়েছে এরিকের। তিনি রবীন্দ্র সংগীত শিল্পী। এরশাদ এরিককে নিয়ে চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রায় একটি টকশোও করেন। সেখানে এরিক একটি গান গেয়ে শোনান। যা শুনে এরশাদ খুশিতে চোখের পানি ফেলেন। শুধু তাই নয় এরিকে গানের ক্যাসেট প্রকাশনা অনুষ্ঠানে আনন্দে কেঁদে ফেলেছিলেন এরশাদ।
এরিকের মা বিদিশার সঙ্গে এরশাদ বিয়ে টিকেছিল মাত্র কয়েক বছর। ২০০৫ সালে বিচ্ছেদের পর এরিককে নিয়ে এরশাদ ও বিদিশার যুদ্ধ আদালতে গড়িয়েছিল। পরে আদালতের আদেশে এরিকের দায়িত্ব পান এরশাদ। এরশাদের ঘনিষ্ঠজনদের মতে তাঁর সবচেয়ে প্রিয় ছিলেন সন্তান এরিক, তাকে নিয়েই এরশাদের যত ভাবনা ছিল। এরিককে নিয়ে এক অনুষ্ঠানে এরশাদ বলেছিলেন, ‘রাজনৈতিক ব্যস্ততার কারণে এরিককে আমি সময় দিতে পারিনি। এরিক যখন আমার জীবনে আসে, তখন সে মাত্র দুই বছরের শিশু। সে স্নেহবঞ্চিত সন্তান। ছেলেবেলা থেকে মাতৃস্নেহ পায়নি। আমি জাতীয় পার্টি নিয়ে ব্যস্ত থাকায় ওকে স্নেহ-ভালবাসা দিতে পারিনি, বঞ্চনা করেছি’।
এরশাদের পালিত পুত্র ২৫ বছর বয়সী আরমান এরশাদ থাকেন এরশাদের বারিধারার প্রেসিডেন্ট পার্কে। মাঝখানে তিনি অপর ডিওএইচএসের একটি প্লাট বাসায় আলাদা থাকতেন। এরশাদের পালিত কন্যা ৩৫ বছর বয়সী জেবিন এরশাদের বিয়ে হয়েছে। তিনি লন্ডনে স্থায়ী ভাবে বসবাস করেন। হিন্দু ধর্মাবলম্বীকে বিয়ে করায় এরশাদ তার প্রতি নাখোশ ছিলেন। রাগে ক্ষোভে দীর্ঘদিন তিনি জেবিনের সঙ্গে যোগাযোগ রাখেননি। তবে কয়েক বছর আগে জেবিন মা হলে এরশাদ লন্ডনে কন্যার বাসায় যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ