Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

বাবার জন্য দোয়া চাইলেন এরিক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

বাবা হুসেইন মুহম্মদ এরশাদের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন ছোট ছেলে শাহতা জারাব এরিক এরশাদ। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার বাবা মারা গেছে এটা বিশ্বাস করতে পারছি না। সবাই বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন বাবাকে বেহেশত দান করে। গতকাল রবিবার বাবা এরশাদের মৃত্যুর খবর পেয়ে তাকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আসেন এরিক। এ সময় তিনি দেশবাসীর কাছে এই আহবান জানান। তাকে কাঁদতে দেখে সেখানে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এ সময় তাকে শান্তনা দেন।
এরশাদ পুত্র এরিকের মতো ভাই জিএম কাদের দেশবাসীর কাছে এরশাদের জন্য ক্ষমা দেয়ে বলেন, ‘এরশাদ সাধারণ মানুষের জন্য অনেক অবদান রাখার চেষ্টা করেছেন। তাঁর পবিত্র কাবাঘরের ভেতরে তিনবার নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে। মানুষ মাত্রই ভুলত্রæটি হয়ে থাকে। আমি আপনাদের কাছে হাতজোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা আমার ভাই এরশাদকে মাফ করে দিন। আল্লাহ যেন তাঁকে জান্নাতবাসী করে।’
প্রায় ৬৩ বছরের সংসার জীবনে মান-অভিমান, হাসি-কান্ন হলেও স্বামী এরশাদের মৃত্যুর খবর শুনেই হাসপাতালে ছুঁটে আসেন রওশন এরশাদ। একমাত্র সন্তান রাহগীর আল মাহে সাদ এরশাদকে সঙ্গে নিয়েই হাসপাতালে ছুটে এসে স্বামীর পাশে যেতেই স্ত্রী দুর্বিনীত কান্নায় ভেঙে পড়েন রওশন। এ কান্না থামার নয়। তিনিও দেশবাসীর কাছে স্বামীর জন্য দোয়া করতে বলেন। জাতীয় পার্টির নেতারা জানান, ‘আমরা সিএমইচে দেখেছি স্যারের কাছে গিয়ে ম্যাডাম (রওশন) যতোবার হাত বাড়িয়েছেন স্যার হাত ধরেছেন। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা স্বামীর পাশে বসে ম্যাডাম কোরআন তেলাওয়াত করেছেন। জায়নামাজে বসে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। স্যারকে হারিয়ে ম্যাডাম মানসিকভাবে ভেঙে পড়েছেন। অঝোরে কেঁদেছেন। এখন অনেকটা পাথর হয়ে গেছেন। ##



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ