Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিভে গেলো এক সফল উদ্যোক্তার স্বপ্ন

বগুড়া ব্যুরো : | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

 পরিশ্রমী ও সফল খামারী হিসেবে এলাকায় পরিচিত হয়ে উঠেছিল জাব্বারুল (২৬)। হয়ে উঠেছিল আর্থিকভাবে সচ্ছল। আসন্ন কোরবানী ঈদের চাহিদার কথা চিন্তা করে বেশ কয়েকটি গরু প্রস্তত করেছিল সে। 

তবে তার এই উত্থান সহ্য হয়নি এলাকার কিছু প্রভাবশালী চাঁদাবাজদের। জাব্বারুলের কাছে তারা দাবি করেছিল মোটা অংকের চাঁদা , না দিলে হুমকি দেয়া হয় বিপদের।
চাঁদাবাজদের অন্যায় আবদার মানতে পারেনি সে। গত বৃহষ্পতিবার রাত ১০ টার দিকে প্রভাবশালীরা আলোচনার কথা বলে তার বাড়ি থেকে ডেকে আনে। বাড়ি থেকে বেরিয়ে এলে জাব্বারুলকে দা দিয়ে কোপাতে শুরু করে সন্ত্রাসীরা এক পর্যায়ে জাব্বারুলের চিৎকারে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরে শাজাহানপুর থানার ওসি ও উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ