Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফয়েজ আরআরএফ-এর সভাপতি ও বাদল সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

ফয়েজ উল্লাহ ভূঁইয়া (নয়া দিগন্ত) রিলিজিয়াস রিপোর্টার্স ফোরাম (আরআরএফ)-এর সভাপতি ও উবায়দুল্লাহ বাদল (যুগান্তর) সাধারণ সম্পাদক পুন:নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর একটি রেস্টুরেন্টে ঢাকায় কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যমের ধর্মবিষয়ক রিপোর্টারদের এই সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভায় কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

২০১৯-২০২১ দুই বছর মেয়াদের জন্য ১৩ সদস্য বিশিষ্ট আরআরএফ-এর নব-নির্বাচিত অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মনিরুজ্জামান উজ্জল (জাগো নিউজ), যুগ্ম-সম্পাদক মুহাম্মদ নঈমুদ্দিন (রাইজিং বিডি), অর্থ সম্পাদক রকীবুল হক (আলোকিত বাংলাদেশ), সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান বাবলু (নিউ নেশন), দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম সোহাগ (বাংলাদেশ প্রতিদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক বাহরাম খান ( কালেরকণ্ঠ), কার্যনির্বাহী সদস্য মিয়া হোসেন (সংগ্রাম), শামসুল ইসলাম (ইনকিলাব), মোহসিনুল করীম লেবু (ডেইলি অবজারভার) , রাশিদুল ইসলাম (ডেইলি স্টার) ও জুনায়েদ আলী সাকী (এস এ টিভি)।

এর আগে ফোরামের দ্বি-বার্ষিক সাধারণ সভায় বার্ষিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল। অর্থ রিপোর্ট পেশ করেন অর্থ সম্পাদক রকীকুল হক। এতে আলোচনায় অংশ নেন প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল ইসলাম, মিয়া হোসেন, মনিরুজ্জামান উজ্জ্বল, আহমেদ জামাল, মুহসিনুল করীম লেবু, রফিক আহমেদ, রাশিদুল ইসলাম, দুলাল হোসেন মৃধা, কামরুজ্জামান বাবলু, মুহাম্মদ নঈমুদ্দিন, কওসার আজম, শাহ আলম নূর, জুনাযেদ আলী সাকী, জাহাঙ্গীর আলম আনসারী, খালেদ সাইফুল্লাহ, ছলিম উল্লাহ মেছবাহ, কামাল মোশারেফ, নিয়াজ মাখদুম, সাইদুল ইসলাম, মাসুদ রানা প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ