Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতারণায় ফাঁসলেন নায়িকা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

বলিউডের জনপ্রিয় নায়িকা সোনাক্ষী সিনহার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগের খবর অনেকেরই জানা। এক ব্যক্তির কাছ থেকে ২৪ লাখ টাকা নিয়ে তিনি নাকি উধাও হয়ে গেছেন। ভারতের মুরাদাবাদের বাসিন্দা প্রমোদ শর্মা গত বছর অভিযোগ করেছিলেন, তার অনুষ্ঠানে আসার প্রতিশ্রুতি দিয়েও আসেননি সোনাক্ষী। অথচ তিনি আসবেন বলেই তার কাছ থেকে নায়িকা অগ্রিম ২৪ লাখ টাকা নিয়েছিলেন।
দিল্লির একটি অনুষ্ঠানে যাওয়ার কথা দিয়েও পরে আর এই অনুষ্ঠানে যোগ দিবেন না বলে জানান সোনাক্ষী। এরপর দাবাং গার্লের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করেছিলেন প্রমোদ শর্মা। তারই তদন্তে গত বৃহস্পতিবার মুরাদাবাদ পুলিশ হাজির হয় মুম্বাইয়ে সোনাক্ষী সিনহার বাড়িতে। তবে ওই সময় সোনাক্ষী বাড়িতে ছিলেন না। কয়েক ঘণ্টা অপেক্ষা করার পর পুলিশ ফিরে যায়স।
নায়িকার মুখপাত্রের দাবি, সোনাক্ষীর ভাবমূর্তি নষ্ট করতেই এই মামলা করা হয়েছে। নয় বছরের কেরিয়ারে সম্পূর্ণ সততার সঙ্গে কাজ করেছেন সোনাক্ষী। এই লোকটা যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন।
প্রসঙ্গত, সোনাক্ষী সিনহার প্রথম ছবি ছিল ‘দাবাং’ আর প্রথম নায়ক সালমান খান। বলিউডে ঝড় তুলেই তার উপস্থিতি জানান দিয়েছিলেন। চলচ্চিত্রে তার অভিষেক রীতিমতো রাজকীয়ভাবেই হয়। এরই মধ্যে বলিউডে তার জায়গাটাও বেশ পাকাপোক্ত হয়ে গেছে। এরপর বেশ কিছু সিনেমাতে অভিনয় করে চমক দেখিয়েছেন এই নায়িকা। শিগগিরই তিনি দাবাং থ্রি ছবির শুটিং শুরু করবেন। সূত্র : আনন্দবাজার পত্রিকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ