পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)-এর নিজস্ব ফেরি ও নৌযানে জ্বালানি তেল সরবরাহের লক্ষ্যে ‘দু’টি শ্যালো ড্রাফট অয়েল ট্যাংকার নির্মাণ’ করতে যাচ্ছে। প্রতিটি ট্যাংকারের ধারণক্ষমতা হবে চারলাখ লিটার। বিআইডব্লিউটিসির নিজস্ব অর্থায়নে ট্যাংকার দু’টি নির্মিত হবে। ২০২১ সালের জুনের মধ্যে ট্যাংকার দুটি পাওয়া যাবে।
গতকাল বুধবার সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘দু’টি শ্যালো ড্রাফট অয়েল ট্যাংকার’ নির্মাণ সংক্রান্ত এক সভায় এসব তথ্য জানানো হয়।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ বৈঠকে সভাপতিত্ব করেন। এসময় অন্যান্যের মধ্যে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান প্রণয় কান্তি বিশ্বাস, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহাদৎ হোসেন, এম. এম. তারিকুল ইসলাম, সঞ্জয় কুমার বণিক, যুগ্মপ্রধান রফিক আহমেদ সিদ্দিক, বিআইডব্লিউটিসির প্রধান প্রকৌশলী মোতাহার হোসেন উপস্থিত ছিলেন। অয়েল ট্যাংকার দু’টি নির্মিত হলে মাওয়া এবং পাটুরিয়া অঞ্চলে বিআইডব্লিউটিসির নিরবচ্ছিন্ন ফেরি ও যাত্রীসেবা প্রদান করা যাবে। জলযানে জ্বালানি সরবরাহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।