পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
প্রেসিডেন্ট আব্দুল হামিদ দাতা দেশগুলোকে শুধুমাত্র প্রতিশ্রুত সহায়তার মধ্যে সীমাবদ্ধ না থেকে জলবায়ু পরিবর্তনের কারণে সবচয়ে ঝুঁঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম বাংলাদেশকে এর ক্লাইমেট চেঞ্জ রিসাইলেন্স ফান্ড (বিসিসিআরএফ)-এ আরো বেশি সহায়তা দানের আহ্বান জানিয়েছেন।
গতকাল দুপুরে মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্ট হিলদা সি. হেইন বঙ্গভবনে প্রেসিডেন্ট আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান। গ্লোবালকমিউনিকেশন অন অ্যাডাপশন (জিসিএ) শীর্ষক সম্মেলনে যোগদানের লক্ষে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশটির প্রেসিডেন্ট দু’দিনের সফরে গতকাল ভোরে বাংলাদেশে এসেছেন।
প্রেসিডেন্ট আব্দুল হামিদ দাতা দেশগুলোকে বিসিসিআরএফ তহবিলে প্রতিশ্রুত সহায়তার মধ্যে সীমাবদ্ধ না থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। প্রেসিডেন্টর প্রেস সচিব জয়নাল আবেদীন এসব কথা জানান।
প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসা ড. হিলদাকে প্রেসিডেন্ট স্বাগত জানান। ‘কমিশন অব দি গ্লোবাল কমিউনিকেশন অন অ্যাডাপশন’-এর কমিশনার হিসেবে হিলদার অবদানের প্রশংসা করেন প্রেসিডেন্ট। তিনি গ্লোবাল কমিউনিকেশন অন অ্যাডাপশন’-এর ৯ ও ১০ জুলাই দু’দিনব্যপী সম্মেলন অনুষ্ঠানের জন্য ঢাকাকে বেছে নেয়ায় তাকে ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী আগামীকাল গ্লোবাল কমিশন অন অ্যাডাপ্টেশন (জিসিএ) সম্মেলনের উদ্বোধন করবেন। জিসিএ-এর বর্তমান চেয়ার জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন ‘ওয়ে ফরোয়ার্ড অ্যান্ড নেক্সট স্টেপ টুয়ার্ডস ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপশন’-শীর্ষক অধিবেশনে সেখানে বক্তৃতা করবেন।
জলবায়ু পরিবর্তনের প্রভাবের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট বলেন, বায়ু দুষণের জন্য বাংলাদেশের দায়ভার যৎ সামান্য হলেও এটি জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ও বেশি ক্ষতিগ্রস্থ দেশগুলোর অন্যতম।
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা করতে বাংলাদেশ জাতীয় ও আন্তর্জাতিক সকল ক্ষেত্রে সক্রিয় ভ‚মিকা পালন করছে।
প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশ তাদের দুর্বলতা কাটিয়ে উঠতে ও তাদের নিজস্ব অর্থায়নে ‘ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড’ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আব্দুল হামিদ কার্বন হ্রাস করে নবায়নযোগ্য জ্বালানী উন্নয়নের ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে এর সক্ষমতা কাজে লাগানোর পন্থা অনুসরণ করার আহবান জানান। তিনি বলেন, দেশব্যাপী সোলার হোম সিসটেম ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। প্রেসিডেন্ট বৈঠকে মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।
জলবায়ু পরিবর্তনের বিভিন্ন সমস্যা উল্লেখ করে প্রেসিডেন্ট আশা প্রকাশ করে বলেন, জিসিএ সম্মেলন উন্নয়নশীল দেশগুলোর সমস্যা সমাধানের ক্ষেত্রে অবদান রাখবে। ড. হিলদা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশ সরকারের ভ‚মিকার প্রশংসা করেন। তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন বিশেষ করে নারী ক্ষমতায়নের ভূয়সী প্রশংসা করেন। মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্টের বিশেষ সহকারি কার্লসান, তার কেবিনেটের সহকারি ক্লার্ক ডেনিস রেইদার, বঙ্গভবন সংশ্লিষ্ট সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়েরর উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।