পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বরগুনার প্রকাশ্যে রিফাত হত্যার রেশ না কাটতেই এবার প্রকাশ্যে খুন হয়েছে মাগুরার ক্রিকেটার লিসান। গত রোববার দুপুরে প্রকাশ্য দিবালোকে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছাত্র লিসানকে মোটরসাইকেল থামিয়ে খুন করা হয়। সে সদর উপজেলার মঠবাড়িয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। পুরনো বিরোধের জের ধরে তার উপর হামলা চালানো হতে পারে বলে স্থানীয়রা ধারণা করছে।এ ঘটনায় দুই আসামিকে পুলিশ গ্রেফতার করেছে। তারা হচ্ছে রবীন (১৮) পিং রেজাউল শেখ ও হাসান (১৮) পিং ফারুক হোসেন সাং নিজনান্দুয়ালী। গত রোববার রাতে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, দুপুর ১টার দিকে ক্রিকেটার লিসানুর রহমান লিসান (১৬) তার সহপাঠি দিপু এবং হাসানকে সঙ্গে নিয়ে শিবরামপুর এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে শহরের দিকে ফিরছিল। পথে শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে ওই গ্রামের টিপু মিয়ার ছেলে সোহেল তাদের মোটরসাইকেল থামিয়ে লিসানের বুকে ও পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এ সময় বাধা দিতে গেলে বন্ধু দিপুও গুরুতর আহত হয়।
ঘটনার পরপর তাদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে দুপুর দেড়টার দিকে লিসানের মৃত্যু হয়। গতকাল সোমবার সকালে মাগুরা থানায় এক প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান জানান। হত্যারহস্য উঘাটন হয়েছে। আসামিদের দুজনকে আটক করা হয়েছে। বাকীদের অবিলম্বে গ্রেফতার ও আইনের হাতে তুলে দেয়া হবে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, আহসান হাবীব ও মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম উপস্থিত চিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।