পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ফোর্সেস গোল-২০৩০ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বিমান বাহিনীর বিভিন্ন স্কোয়াড্রন-ইউনিটকে বিমান বাহিনী পতাকা প্রদান করা হয়েছে। গতকাল রোববার বিমান বাহিনী প্রধান ঘাঁটি বাশারের প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এক কুচকাওয়াজে অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বাহিনীর বিভিন্ন স্কোয়াড্রন-ইউনিটের সদস্যকে এ পতাকা প্রদান করেন। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিমান বাহিনী ঘাঁটি বাশারের প্যারেড গ্রাউন্ডে পৌঁছলে বিমান বাহিনী প্রধানকে স্বাগত জানান ঘাঁটির এয়ার অধিনায়ক ও এয়ার ভাইস মার্শাল মো. শফিকুল আলম। পরে পতাকা প্রদানের সময় বিমান বাহিনী প্রধান ঘাঁটি বাশারের প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন। কুচকাওয়াজে নেতৃত্ব দেন গ্রুপ ক্যাপ্টেন মোহা. মাহফুজুর রহমান। এসময় বিমান বাহিনী প্রধান পতাকা অর্জনকারী বিভিন্ন ইউনিট ও স্কোয়াড্রনের প্রতিটি সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বিমান বাহিনীর সম্মানের প্রতীক হিসেবে দেয়া কালার এর মর্যাদা ও সম্মান অক্ষুন্ন রাখতে সবাইকে সচেষ্ট থাকতে বলেন। অনুষ্ঠানে বিমান বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিমান বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।-আইএসপিআর
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।